উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
গণতন্ত্রে প্রতিটি নাগরিকেরই ভূমিকা রয়েছে : উপরাষ্ট্রপতি
Posted On:
22 APR 2025 2:43PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ এপ্রিল ২০২৫
উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড় আজ বলেছেন, “যে কোনও গণতন্ত্রে প্রত্যেক নাগরিকেরই এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমার মতে একজন নাগরিকই সর্বশক্তিমান। কারণ, একটি দেশ এবং গণতন্ত্র তৈরি করেন নাগরিকরাই। সেখানে তাঁদের প্রত্যেকের ভূমিকা রয়েছে। প্রত্যেক নাগরিকের আত্মার মধ্যে গণতন্ত্র বিরাজ করে। গণতন্ত্র বিকশিত হবে। যখন নাগরিকরা সচেতন হন এবং একজন নাগরিক তাঁর অবদান রাখেন, তখন গণতন্ত্রের কোনও বিকল্প কিছু হয় না।”
দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভারতের সংবিধানের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি বলেন, “গণতন্ত্রে আমরা দেশবাসী হলাম একটি পরমাণুর মতো এবং নির্বাচনের সময় এই পারমাণবিক শক্তির প্রতিফলন দেখা যায়।”
মত প্রকাশে স্বাধীনতার গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “গণতন্ত্রে সরকার শুধু শাসন করার জন্য নয়। এটি হল অংশগ্রহণমূলক গণতন্ত্র, যার মধ্যে লুকিয়ে রয়েছে সংস্কৃতি ও মূল্যবোধ। ব্যক্তিই গণতন্ত্রের কাঠামো তৈরি করে। মতপ্রকাশ এবং সংলাপের মধ্যে দিয়ে আমাদের গণতন্ত্রকে বুঝতে হবে।”
রাষ্ট্রপতি তাঁর ভাষণে দেশ গড়ার ক্ষেত্রে তরুণদের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমরা বিশ্বে বড় শক্তি হওয়ার পথে এগোচ্ছি। আমরা উন্নত দেশে পরিণত হব। রাজনৈতিক স্বার্থের মধ্যে আপনাদের আবদ্ধ হলে চলবে না। জাতীয় স্বার্থকে আপনাদের অগ্রাধিকার দিতে হবে।”
দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রী যোগেশ সিং, ডিন অধ্যাপক বলরাম পানি সহ বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
SC/MP/AS
(Release ID: 2123675)
Visitor Counter : 21