সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

মুসলিমদের হজ যাত্রা সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়

Posted On: 15 APR 2025 10:54AM by PIB Kolkata

নতুন দিল্লি ১৫ এপ্রিল ২০২৫


ভারতীয় মুসলিমদের বার্ষিক হজ যাত্রার বিষয়টি সরকারের উচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে।
ধারাবাহিক প্রচেষ্টার সুবাদে ভারতের জন্য বরাদ্দ হজ তীর্থযাত্রীর সংখ্যা ২০১৪-র ১,৩৬,০২০ থেকে বেড়ে ২০২৫-এ ১,৭৫,০২৫-এ দাঁড়িয়েছে। এই সংখ্যাটি স্থির হয় সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী । 
ভারতের হজ তীর্থযাত্রীদের সিংহ ভাগের সৌদি আরব সফরের বিষয়টি সম্পন্ন হয়ে থাকে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের তত্ত্বাবধানে। এবছর এই সংখ্যাটি ১,২২,৫১৮। এদের বিমান যাত্রা, মিনা শিবিরে থাকা এবং অন্য নানান প্রয়োজনীয় পরিষেবার বিষয়টি সৌদি কর্তৃপক্ষের নির্দেশিকা অনুযায়ী সময়মতো সুনিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। 
ভারতের হজ যাত্রীদের বাকি অংশের সৌদি আরব সফরের দায়িত্ব থাকে বেসরকারি নানা পর্যটক সংস্থার ওপর। সৌদি আরবের তরফে নিয়মবিধি কিছুটা পরিবর্তিত হওয়ায় এধরণের ৮শো-র বেশি বেসরকারি সংস্থাকে এক জায়গায় এনে মোট ২৬টি হজ গ্রুপ অপারেটর সংস্থা তৈরি করা হয়েছে। কিন্তু, এই সংস্থাগুলি সৌদি কর্তৃপক্ষের নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে প্রণালীগত কাজ শেষ করতে পারেনি। 
এই বিষয়টি নিয়েও ভারত সরকার সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। তারফলে, হজ পোর্টাল (নুসুক পোর্টাল) আবার খুলে দিতে রাজি হয়েছে সৌদি কর্তৃপক্ষ। এর সুবাদে ১০ হাজার তীর্থযাত্রীর মিনা শিবিরে থাকার ব্যবস্থা করার জন্য আরও কিছুটা সময় পাওয়া গেছে। অন্য কোনো দেশের পক্ষ থেকে এধরণের অনুরোধে কর্ণপাত করেনি রিয়াধ। 
সৌদি হজ মন্ত্রক তীর্থযাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। বিশেষত, গরমের সময় তারা যাতে অসুস্থ না হয়ে পড়েন, সেদিকে বিশেষ লক্ষ্য রাখছে সেদেশের সরকার। 

 

SC/AC/CS


(Release ID: 2121803) Visitor Counter : 10