মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
পাঞ্জাব ও হরিয়াণায় ১৮৭৮.৩১ কোটি টাকা ব্যয়ে ১৯.২ কিলোমিটার দীর্ঘ জিরাকপুর বাইপাস তৈরিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
Posted On:
09 APR 2025 3:09PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ এপ্রিল , ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি পাঞ্জাব ও হরিয়াণায় ৬ লেনের জিরাকপুর বাইপাস প্রকল্পের অনুমোদন দিয়েছে। ১৯.২ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি তৈরি করতে ১৮৭৮.৩১ কোটি টাকা খরচ হবে। এর মাধ্যমে জাতীয় মহাসড়ক ৭ (জিরাকপুর – পাতিয়ালা) এবং জাতীয় মহাসড়ক ৫ (জিরাকপুর - পারওয়ানু) সংযুক্ত হবে। প্রধানমন্ত্রী জাতীয় মহাপরিকল্পনা কর্মসূচি মোতাবেক পরিবহন পরিকাঠামোর প্রসারে এ এক উল্লেখযোগ্য পদক্ষেপ।
প্রকল্পটি রূপায়িত হলে পাঞ্জাবের জিরাকপুর এবং হরিয়াণার পাঁচকুলা এলাকায় যানজটের সমস্যা অনেকটা মিটবে। পাতিয়ালা, দিল্লি এবং মোহালি থেকে আসা যানবাহন এই রাস্তা ব্যবহার করতে পারবে। হিমাচল প্রদেশের সঙ্গে যোগাযোগ আরও উন্নত হবে।
প্রকল্পের কাজ হবে হাইব্রিড অ্যানুইটি প্রণালীতে। এই রাস্তায় যানবাহনের প্রবেশ হবে নিয়ন্ত্রিত।
SC/AC /SG
(Release ID: 2120505)
Visitor Counter : 21
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam