রাষ্ট্রপতিরসচিবালয়
লিসবনের ‘সিটি কি অফ অনার’ গ্রহণ রাষ্ট্রপতির
Posted On:
08 APR 2025 11:44AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৮ এপ্রিল, ২০২৫
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু গতকাল পর্তুগালের লিসবনের সিটি হল-এ এক অনুষ্ঠানে লিসবনের মেয়রের কাছ থেকে ‘সিটি কি অফ অনার’ গ্রহণ করেন। এই উপলক্ষে তাঁর ভাষণে রাষ্ট্রপতি লিসবনের মেয়র এবং সেখানকার মানুষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, লিসবনের মানুষ খোলামেলা, উদার, সংস্কৃতিমনস্ক এবং সহিষ্ণুতার জন্য পরিচিত। প্রযুক্তিগত পরিবর্তনের ক্ষেত্রেও এই শহর সামনের সারিতে রয়েছে।
রাষ্ট্রপতি বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে ভারত ও পর্তুগালের মধ্যে সাংস্কৃতিক বন্ধন রয়েছে। এ বছর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হচ্ছে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রতিরক্ষা, তথ্য প্রযুক্তি, স্টার্টআপ, গবেষণা, শিক্ষা ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পেতে থাকায় সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। আগামী দিনে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ এবং মজবুত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
SC/MP/SB…
(Release ID: 2120447)
Visitor Counter : 14