প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভারত-চিলি যৌথ বিবৃতি

Posted On: 01 APR 2025 6:11PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১ এপ্রিল, ২০২৫

 

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চিলি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ফন্ট ১-৫ এপ্রিল ২০২৫ রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছেন। দু-দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৬ বছর পূর্তি উপলক্ষ্যে এই সফরের আয়োজন করা হয়েছে। প্রেসিডেন্ট বোরিকের সঙ্গে উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদলও ভারতে এসেছেন। দিল্লি ছাড়াও প্রেসিডেন্ট বোরিক আগ্রা, মুম্বই ও বেঙ্গালুরুতে যাবেন। এটাই প্রেসিডেন্ট বোরিকের প্রথম ভারত সফর। ২০২৪ সালের নভেম্বর মাসে জি২০ শিখর সম্মেলনের ফাঁকে রিও ডি জেনেরো-তে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট বোরিকের প্রথম সাক্ষাৎ হয়েছিল। 

বায়ুসেনার পালাম স্টেশনে প্রেসিডেন্ট বোরিককে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ১ এপ্রিল প্রধানমন্ত্রী মোদী হায়দ্রাবাদ হাউসে প্রেসিডেন্ট বোরিকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রেসিডেন্ট বোরিক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করেছেন। রাষ্ট্রপতি তাঁর সম্মানে ভোজসভার আয়োজন করেন। ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গেও দেখা করেন প্রেসিডেন্ট বোরিক। 

প্রেসিডেন্ট বোরিক ও প্রধানমন্ত্রী মোদী দু-দেশের ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্কের কথা স্মরণ করেন। ১৯৪৯ সালে এই সম্পর্ক স্থাপিত হয়েছিল। বহুমুখী এই সম্পর্ককে আরও গভীর ও প্রসারিত করার ইচ্ছা প্রকাশ করেন দুই নেতা।

দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, প্রতিরক্ষা, পরিকাঠামো, কৃষি সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক বিশদে পর্যালোচনা করেন। বিরল খনিজ, খাদ্য সুরক্ষা, দূষণমুক্ত জ্বালানী, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, উদ্ভাবন, বিপর্যয় ব্যবস্থা, বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হন তাঁরা। 

দুই নেতা বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হল শিল্প ও বাণিজ্য। ২০১৭ সালের মে মাসে ভারত-চিলি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির ফলে দ্বিপাক্ষিক বাণিজ্যের ব্যাপক বৃদ্ধি হয়েছে। এই বাণিজ্য সম্পর্ক আরও নিবিড় করে নতুন নতুন দিকে একে ছড়িয়ে দেওয়ার কথা বলেন তাঁরা। 

প্রেসিডেন্ট বোরিক বলেন, বিশ্ব অর্থনীতিতে ভারত চিলির কাছে এক গুরুত্বপূর্ণ অংশীদার। দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও ব্যাপক ও বহুমুখী করে তোলার ওপর জোর দেন তিনি। দু-দেশের মধ্যে একটি সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের প্রস্তুতিকে দুই নেতা স্বাগত জানান। 

বাণিজ্যিক সম্পর্ক ও নাগরিকদের মধ্যে সংযোগকে আরও গতি দিতে প্রেসিডেন্ট বোরিক ভারতীয় ব্যবসায়ীদের জন্য মাল্টিপল এন্ট্রি পারমিট ভিসা দেওয়ার ঘোষণা করেন। প্রধানমন্ত্রী মোদী এই পদক্ষেপকে স্বাগত জানান। পর্যটন, শিক্ষা ও ব্যবসায়িক ক্ষেত্রে আদান-প্রদান আরও বাড়াতে সহমত হন তাঁরা। 

উদীয়মান প্রযুক্তি, উন্নত উৎপাদন এবং দূষণমুক্ত জ্বালানীতে বিরল খনিজের গুরুত্ব স্বীকার করে দুই নেতা এর অনুসন্ধান, উত্তোলন ও প্রক্রিয়াকরণ এবং এ সংক্রান্ত গবেষণা ও উন্নয়নের ওপর জোর দেন। বিরল খনিজের একটি নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার কথা বলেন তাঁরা।

দুই নেতা স্বাস্থ্য, মহাকাশ, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, কৃষি, দূষণমু্ক্ত জ্বালানী, প্রথাগত চিকিৎসা, অ্যান্টার্কটিকা, বিজ্ঞান ও প্রযুক্তি, বিপর্যয় ব্যবস্থাপনা, খেলাধুলা, স্টার্টআপ, সমবায় সহ বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান আরও বাড়িয়ে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপর জোর দিয়েছেন। 

প্রেসিডেন্ট বোরিক ভারতীয় ওষুধ শিল্পের প্রশংসা করে দু-দেশের বেসরকারি ক্ষেত্রকে ওষুধ, টিকা ও চিকিৎসা সরঞ্জামে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। 

দুই নেতা সুস্থ জীবনযাপন ও জনকল্যাণে প্রথাগত চিকিৎসা এবং যোগের ভূমিকা স্বীকার করে প্রথাগত চিকিৎসা নিয়ে একটি সমঝোতাপত্র তৈরির জন্য নিজেদের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। 

দুই দেশ একে অপরের পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ বাড়াতে সহমত হয়েছে।

দুই নেতা প্রতিরক্ষা ক্ষেত্রে স্বক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা উৎপাদনে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছেন। চিলির সামরিক বাহিনীকে ভারতের বিভিন্ন অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দিতে ভারত আগ্রহ প্রকাশ করেছে। 

অ্যান্টার্কটিকা সহযোগিতা নিয়ে ইচ্ছাপত্র স্বাক্ষরিত হওয়ায় দুই নেতা সন্তোষ প্রকাশ করেন। এর ফলে অ্যান্টার্কটিকা অঞ্চলে গবেষণা ও অনুসন্ধানের সুযোগ আরও বাড়বে বলে তাঁরা আশাপ্রকাশ করেছেন। 

মহাকাশ ক্ষেত্রে দু-দেশের দীর্ঘ সহযোগিতার উল্লেখ করে দুই নেতা একে আরও এগিয়ে নিয়ে যেতে সম্মত হয়েছেন। এজন্য চিলি একটি কমিটি গড়ায় ভারত সন্তোষ প্রকাশ করেছে। 

তথ্য ও ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে দুই নেতা আগ্রহ প্রকাশ করেছেন। ডিজিটাল জনপরিকাঠামো ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে দুই দেশ একমত হয়েছে। 

দুই নেতা রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সংস্কারের প্রয়োজনীয়তা ব্যক্ত করেছেন। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ভারতের স্থায়ী সদস্যপদের দাবিকে চিলি সমর্থন জানিয়েছে। 

যে কোন ধরনের এবং যে কোনো আকারের সন্ত্রাসবাদের নিন্দা করেছে দুই দেশ। সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়ার অঙ্গীকার জানিয়েছে ভারত ও চিলি। 

রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের ১,২৬৭ সংখ্যক প্রস্তাবের রূপায়ণের দাবি জানিয়ে দুই নেতা জঙ্গিদের পরিকাঠামো ও সব ধরনের জঙ্গি নেটওয়ার্ক নির্মূল করার আহ্বান জানিয়েছেন। জঙ্গিদের অর্থের যোগান বন্ধ করতে আন্তর্জাতিক মহলকে তৎপর হওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা। 

ভয়েস অফ গ্লোবাল সাউথ শীর্ষ সম্মেলনের ৩টি অধিবেশনের উপস্থিত হওয়ায় প্রধানমন্ত্রী মোদী চিলির প্রশংসা করেন। উন্নয়নশীল দেশগুলির স্বার্থ রক্ষায় নেতৃস্থানীয় ভূমিকা নেওয়ায় প্রেসিডেন্ট বোরিক ভারতকে ধন্যবাদ জানান।

জি২০তে ভারতের নেতৃত্বের প্রশংসা করে প্রেসিডেন্ট বোরিক বলেন, ভারত উন্নয়নের কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা এবং ডিজিটাল জনপরিকাঠামোর অসীম সম্ভাবনা তুলে ধরেছে। ভারতে জি২০ সভাপতিত্বে উন্নয়নশীল দেশগুলির কণ্ঠস্বর ধ্বনিত হয়েছে বলে দুই নেতা মতপ্রকাশ করেন।

অর্থনীতির ওপর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে দুই নেতা কার্বন নির্গমন কমানো এবং দূষণমুক্ত জ্বালানীর ওপর জোর দেওয়ার কথা বলেন। পুনর্নবীকরণযোগ্য শক্তি, দূষণমুক্ত হাইড্রোজেন প্রভৃতি ক্ষেত্রে যৌথ বিনিয়োগ বাড়ানোর কথা বলেন তাঁরা।

আন্তর্জাতিক সৌরজোটে ভারতের নেতৃত্বের প্রশংসা করেন প্রেসিডেন্ট বোরিক। এই জোটের প্রতি সক্রিয় সমর্থন ব্যক্ত করেন তিনি। বিপর্যয় মোকাবিলা পরিকাঠামো জোটে চিলির যোগদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদী। 

প্রযুক্তিচালিত সমাধান, দক্ষতা উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্রমবর্ধমান গুরুত্ব স্বীকার করে ভারত ও চিলি এইসব ক্ষেত্রে নিজেদের সহযোগিতা আরও বাড়াতে সহমত হয়েছে। 

প্রধানমন্ত্রী মোদী বলেন, জাতীয় শিক্ষা নীতি ২০২০-র মাধ্যমে ভারত শিক্ষা ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছে। ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে চিলির শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলির অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি। 

দুই নেতা দু-দেশের বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের উল্লেখ করে নাগরিক সংযোগ আরও নিবিড় করার অঙ্গীকার ব্যক্ত করেন। ভারত-চিলি সাংস্কৃতিক সহযোগিতা এবং সঙ্গীত, নৃত্য, নাটক, সাহিত্য ক্ষেত্রে আদান-প্রদান আরও বাড়ানোর বিষয়ে সহমত হন তাঁরা। 

সীমাশুল্ক সংক্রান্ত সহযোগিতা চুক্তি চূড়ান্ত হওয়ায় দুই নেতা সন্তোষ প্রকাশ করেন। মাদক পাচার বন্ধে দুই দেশের সংস্থাগুলির মধ্যে সমন্বয় আরও বাড়ানো হবে বলে তাঁরা জানান। 

দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিয়মিত মতবিনিময় করতে দুই নেতা সহমত হয়েছেন। 

ভারতে উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য প্রেসিডেন্ট বোরিক প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে সুবিধামতো কোনো সময়ে তাঁকে চিলি সফরের আমন্ত্রণ জানান।  

 

SC/SD/NS…. 


(Release ID: 2118085) Visitor Counter : 6