নির্বাচনকমিশন
রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনার সম্পর্ক গড়ে তুলতে ভারতের নির্বাচন আয়োগের বৃহত্তম উদ্যোগ
Posted On:
01 APR 2025 4:05PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ এপ্রিল , ২০২৫
রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনার সম্পর্ক গড়ে তুলতে ভারতের নির্বাচন আয়োগ এক বৃহত্তম উদ্যোগ হাতে নিয়েছে। দেশজুড়ে নির্বাচনী নিবন্ধীকরণ আধিকারিক(ইআরও), জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও) এবং মুখ্য নির্বাচনী আধিকারিক স্তরে গত ২৫ দিনে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত ৪,৭১৯ টি এই জাতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৪০ টি বৈঠক হয়েছে সিইও স্তরে, ৮০০ টি বৈঠক হয়েছে ডিইও স্তরে এবং ৩,৮৭৯ টি বৈঠক হয়েছে ইআরও স্তরে। এতে রাজনৈতিক দলগুলির ২৮ হাজারেরও বেশি প্রতিনিধি যোগ দিয়েছেন।
মুখ্য নির্বাচন আয়োগ শ্রী জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু এবং ডঃ বিবেক যোশী মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে নতুন দিল্লিতে আইআইআইডিইএম –এ ৪ এবং ৫ মার্চ দুদিনের বৈঠকে এই জাতীয় আলাপ আলোচনা চালানোর নির্দেশ দিয়েছিলেন।
জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০ এবং ১৯৫১ সহ নির্বাচন পরিচালন সংক্রান্ত আইন মাফিক বকেয়া যাবতীয় সমস্যার সত্ত্বর মীমাংসার স্বার্থে এই জাতীয় বৈঠকের প্রয়োজন দেখা দেয়। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সিইও স্তরে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠানো হয়। আইনি পরিকাঠামোর মধ্যে কোনও অমীমাংসিত বিষয় থেকে গেলে নির্বাচন আয়োগ সে ক্ষেত্রে ব্যবস্থা নেবে।
সমস্ত রাজনৈতিক দলগুলির সদিচ্ছার সঙ্গে এই জাতীয় বৈঠকে অংশ নিয়েছে। বিধানসভা ক্ষেত্র, জেলা এবং রাজ্য স্তরে এই জাতীয় বৈঠকে যথেষ্ঠ উৎসাহ লক্ষ্য করা যায়। দেশব্যাপী এই জাতীয় বৈঠকের ছবি ভারতের নির্বাচন আয়োগের সরকারি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পাওয়া যাবে। এর লিঙ্ক হল –
https://x.com/ECISVEEP?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Eauthor
SC/AB /SG/
(Release ID: 2117409)
Visitor Counter : 13