প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী নাগপুরের দীক্ষাভূমি পরিদর্শনের সময় ডঃ বাবাসাহেব আম্বেদকরের দর্শনকে বাস্তবায়িত করার ক্ষেত্রে দায়বদ্ধতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন

Posted On: 30 MAR 2025 12:02PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ মার্চ ২০২৫

 

নাগপুরের দীক্ষাভূমিকে সামাজিক ন্যায়বিচার এবং নিপীড়িতদের ক্ষমতায়নের প্রতীক হিসেবে প্রশংসা করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ডঃ বাবাসাহেব আম্বেদকরের স্বপ্নের ভারতকে বাস্তবায়নের জন্য তাঁর সরকারের আরও কঠোর পরিশ্রম করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

এক্স হেন্ডলে একটি পোস্টে তিনি লিখেছেন :

"নাগপুরের দীক্ষাভূমি সামাজিক ন্যায়বিচার এবং নিপীড়িতদের ক্ষমতায়নের প্রতীক হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয়রা আমাদের এমন একটি সংবিধান উপহার দেওয়ার জন্য ডঃ বাবাসাহেব আম্বেদকরের প্রতি কৃতজ্ঞ থাকবেন, যা আমাদের মর্যাদা এবং সমতা সুনিশ্চিত করে।

আমাদের সরকার সর্বদা পূজনীয় বাবাসাহেবের প্রদর্শিত পথ ধরে এগিয়েছে এবং আমরা তাঁর স্বপ্নের ভারতকে বাস্তবায়নের জন্য আরও কঠোর পরিশ্রম করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।"

 


SC/SB/AS


(Release ID: 2116952) Visitor Counter : 21