মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

হাইব্রিড এনইউটি মোড এইচএএম ব্যবহার করে বিহারের চার লেন বিশিষ্ট গ্রীণফিল্ড ও ব্রাউনফিল্ড পাটনা-আরা- সাসারাম করিডোর (এনএইচ১১৯-এ) নির্মাণের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

Posted On: 28 MAR 2025 4:16PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৮ মার্চ, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি বিহারের পাটনা থেকে সাসারাম পর্যন্ত ১২০.১০ কিমি দৈর্ঘ্য চার লেনের গ্রীণফিল্ড এবং ব্রাউনফিল্ড পাটনা – আরা– সাসারাম করিডোর নির্মাণে অনুমোদন দিয়েছে। প্রকল্পটি হাইব্রিড অ্যানুইটি মোড ব্যবহার করে তৈরি করা হবে যার জন্য ব্যয় হবে ৩,৭১২.৪০ কোটি টাকা।

বর্তমানে সাসারাম, আরা এবং পাটনার মধ্যে সংযোগ স্থাপনকারী রাজ্য মহাসড়কে যানজটের জন্য যাতায়াতে ৩-৪ ঘন্টা সময় লাগে। এই এলাকায় ক্রমবর্ধমান যানজট কমাতে একটি গ্রীণফিল্ড করিডোর এবং বর্তমান ব্রাউনফিল্ড করিডোরটি ১০.৬ কিলোমিটার আপগ্রেডেশন করা হবে।

এই প্রকল্প ঔরঙ্গাবাদ, কৈমুর এবং পাটনার সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ প্রদান করবে। দুটি বিমানবন্দর এবং ৪টি প্রধান রেলস্টেশন ও ১টি অভ্যন্তরীণ জল টার্মিনালের সঙ্গে সংযোগ স্থাপন করবে। এরফলে পণ্য ও যাত্রী চলাচল সহজ হবে। পাটনা ও আশেপাশের অঞ্চলের উন্নয়ন ঘটবে, তৈরি হবে ৪৮ লক্ষ মানব দিবসের কর্মসংস্থান।  

 

SC/ PM /AG/


(Release ID: 2116459) Visitor Counter : 35