প্রতিরক্ষামন্ত্রক
নতুন দিল্লিতে আয়োজিত সন্ত্রাস দমন সংক্রান্ত এডিএমএম-প্লাস বিশেষজ্ঞ কর্মীগোষ্ঠীর ১৪ তম বৈঠক শেষ হয়েছে
Posted On:
21 MAR 2025 12:51PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ মার্চ, ২০২৫
নতুন দিল্লিতে ১৯ ও ২০ মার্চ, সন্ত্রাস দমন সংক্রান্ত আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক-প্লাস (এডিএমএম-প্লাস) বিশেষজ্ঞ কর্মীগোষ্ঠীর ১৪তম বৈঠক অনুষ্ঠিত হয়। আসিয়ান সচিবালয় ও আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশ এবং এডিএমএম-প্লাস সদস্যভুক্ত দেশ (চীন, আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, জাপান ও রিপাবলিক অফ কোরিয়া) থেকে প্রতিনিধিরা এই বৈঠকে যোগ দিয়েছিলেন।
ভারত এবং মালয়েশিয়া এই বৈঠকে যৌথভাবে পৌরোহিত্য ক’রে ২০২৪-২৭ সালের মধ্যে পরিকল্পিত কর্মকাণ্ড উপস্থাপন করে। বৈঠকে ঘোষণা করা হয় যে, ২০২৬ সালে মালয়েশিয়ায় সন্ত্রাস দমন সংক্রান্ত বিশেষজ্ঞ কর্মীগোষ্ঠীর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে এবং ২০২৭ সালে ভারতে এই বিষয়ে ক্ষেত্রীয় পর্যায়ে প্রশিক্ষণ মহড়ার আয়োজন করা হবে।
দুদিনের এই বৈঠকে সন্ত্রাস ও চরমপন্থার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় একটি শক্তিশালী এবং বিস্তৃত কৌশলের উপর আলোকপাত করা হয়েছে। এই বৈঠকের লক্ষ্য ছিল আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করে নেওয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষা সচিব শ্রী রাজেশ কুমার সিং ভাষণ দেন এবং এতে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি বলেন, সন্ত্রাস ক্রমবর্ধমান সমস্যা হিসেবে দেখা দিয়েছে। সন্ত্রাস দমনে ভারতের প্রয়োজনীয় পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। এপ্রসঙ্গে তিনি ২০২২ সালে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাস-দমন কমিটিতে ভারতের সভাপতিত্বের সময়ে দিল্লি ঘোষণা পত্র অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান।
প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব (আন্তর্জাতিক সহযোগিতা) শ্রী অমিতাভ প্রসাদ, ভারতীয় সেনাবাহিনী এবং বিদেশ মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এই বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলির প্রতিনিধিদের প্রধান এবং আসিয়ান সচিবালয়ের প্রতিনিধিরা নিজ নিজ অঞ্চলে সন্ত্রাস মোকাবিলায় তাদের প্রয়াসের কথা উপস্থাপন করেন। উল্লেখ্য, এই বৈঠকের সাংস্কৃতিক সফরের অঙ্গ হিসেবে প্রতিনিধিরা আগ্রা পরিদর্শন করেন।
SC/SS/SKD
(Release ID: 2113921)
Visitor Counter : 25