রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতি রামনাথ গোয়েঙ্কার নামাঙ্কিত এক্সেলেন্স ইন জার্নালিজম পুরস্কার প্রদান করেছেন

Posted On: 19 MAR 2025 7:53PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ মার্চ, ২০২৫ 

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ১৯ মার্চ নতুন দিল্লিতে রামনাথ গোয়েঙ্কার নামাঙ্কিত ঊনবিংশতিতম এক্সেলেন্স ইন জার্নালিজম পুরস্কার প্রদান করেছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি গণতন্ত্রের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, নাগরিকরা যদি যথাযথভাবে তথ্য না পান, তা হলে গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত হয়।
শ্রীমতী মুর্মু বলেন, সংবাদের জন্য নানাবিধ মতসমৃদ্ধ একটি প্রাণবন্ত নিউজ রুমের প্রয়োজন। সংবাদের গুণমান ও সঠিক তথ্যের জন্য গবেষণার প্রয়োজন। সংবাদ সংগ্রহ করা সাংবাদিকতার মূল বিষয়। তাই, সংবাদ সংগ্রহের প্রক্রিয়াকে শক্তিশালী করতে হবে। কোথায় কোনও ঘটনা ঘটলে, সেখানে গিয়ে সংবাদ সংগ্রহের জন্য সংবাদ মাধ্যমগুলিকে আরও সক্রিয় হতে আহ্বান জানান তিনি। 
রাষ্ট্রপতি বলেন, আগে সংবাদপত্র ও ম্যাগাজিনগুলি উন্নতমানের সংবাদ পরিবেশন করত, পাঠকরা সেগুলি কিনতেন। পাঠক সংখ্যা যত বেশি হবে, তত সেই সংবাদ মাধ্যমের বিজ্ঞাপন বাড়বে। বিজ্ঞাপন দাতারা সংবাদ পরিবেশনের ব্যয় অনেকটাই বহন করেন। তবে, সাম্প্রতিক সময়ে এই ব্যবস্থার পরিবর্তন ঘটছে। এর ফলে, সাংবাদিকতার গুণমানে প্রভাব পড়ছে। এখন সংবাদ মাধ্যমের জন্য অর্থ সরবরাহের উৎস ক্রমশ কমছে। অতীতে সরকার অথবা কর্পোরেট সংস্থা বা পাঠকরা সংবাদপত্রের ব্যয়ভার বহন করতেন। এর মধ্যে সরকার ও কর্পোরেট সংস্থাগুলির কিছু বাধ্যবাধকতা থাকে। সেক্ষেত্রে পাঠকদের উপর নির্ভর করাটাই যথাযথ। 
বিষয়বস্তু রচনার ক্ষেত্রে আমাদের এমন এক ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে আপত্তিকর জিনিসগুলিকে বাদ দেওয়া যায়। এক্ষেত্রে প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। এই সমস্যাগুলির বিষয়ে জনসাধারণকে সচেতন করে তুলতে সক্রিয়ভাবে কিছু অভিযান শুরু করা প্রয়োজন। ডীপ ফেক অথবা কৃত্রিম মেধাকে ব্যবহার করে নাগরিকদের বিভ্রান্ত করা প্রতিহত করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন। তরুণ প্রজন্মকে এমনভাবে প্রশিক্ষিত করতে হবে, যাতে তাঁরা ভ্রান্ত তথ্য সম্পর্কে সহজেই বুঝতে পারেন।
শ্রীমতী মুর্মু জানান, বর্তমান সময়কালে কৃত্রিম মেধা বিশ্বব্যাপী বিভিন্ন সুযোগ যেমন তৈরি করেছে, পাশাপাশি এর জন্য নানা সমস্যাও দেখা দিচ্ছে। এখন যন্ত্রের সাহায্যে সংবাদ সংগ্রহ করে, সেটির সম্পাদনা করা হয়। কিন্তু, এই প্রক্রিয়ায় যে জিনিসটির অভাব দেখা যায়, তা হ’ল – অনুভূতি। এখানেই যন্ত্র সাংবাদিকদের থেকে পিছিয়ে পড়ছে। মানবিক মূল্যবোধের উপর ভিত্তি করে সাংবাদিকতা তাই সর্বদাই থাকবে বলে তিনি মন্তব্য করেন।
রাষ্ট্রপতির বিস্তারিত ভাষণটি পড়তে এই লিঙ্কটি দেখুন - https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/mar/doc2025319523201.pdf.

 

SC/CB/SB


(Release ID: 2113197) Visitor Counter : 8