তথ্যওসম্প্রচারমন্ত্রক
WAVEX 2025: মিডিয়া এবং বিনোদন স্টার্টআপগুলির জন্য এক যুগান্তকারী পরিবর্তন
Posted On:
18 MAR 2025 6:11PM
|
Location:
PIB Kolkata
মুম্বই, ১৮ মার্চ, ২০২৫
মিডিয়া এবং বিনোদন ক্ষেত্রে স্টার্টআপগুলিকে জাতীয় স্তরে তুলে ধরতে এবং আর্থিকভাবে সাহায্যের লক্ষ্যে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ওয়েবেক্স (WAVEX)২০২৫ এর সূচনা করেছে। ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (আইএএমএআই) –এর সহযোগিতায় আয়োজিত WAVEX ২০২৫ মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। মুম্বইয়ে এক থেকে চৌঠা মে আয়োজিত ওয়ার্ল্ড অডিও – ভিস্যুয়াল এন্টারটেনমেন্ট সামিট (WAVES) এর অঙ্গ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
WAVEX ২০২৫ ভারতীয় স্টার্টআপগুলি যাতে তাদের ব্যবসার পরিধি বাড়ানোর জন্য সঠিক পরিচিতি লাভ এবং বিনিয়োগ সুনিশ্চিত করতে পারে, সেই লক্ষ্যে একটি অনুঘটক হিসেবে কাজ করবে।
WAVEX ২০২৫ অ্যানিমেশন, গেমিং, এক্সটেন্ডেড রিয়ালিটি (এক্সআর), মেটাভার্স, জেনারেটিভ, এআই এবং পরবর্তী প্রজন্মের কনটেন্ট প্ল্যাটফর্মের ওপর বিশেষ জোর দিয়েছে। WAVEX ২০২৫ সংশ্লিষ্ট স্টার্টআপগুলিকে শুধুমাত্র সরকারি আর্থিক সহায়তা পেতেই সাহায্য করবে না, একইসঙ্গে ব্যবসা বৃদ্ধি ও সহযোগিতার সুযোগ তৈরি করবে।
WAVEX ২০২৫- এর জন্য আবেদন পত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। WAVEX –এর লক্ষ্যই হল মিডিয়া প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য একটি বিশ্বব্যাপী কেন্দ্র হিসেবে ভারতের অবস্থানকে শক্তিশালী করে তোলা, ডিজিটাল মিডিয়া এবং উদীয়মান বিনোদন প্রযুক্তি উদ্ভাবনকে কাজে লাগানো। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের WAVES বিষয়ক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক উল্লেখ করেছেন যে, এই উদ্যোগ ভারতকে মিডিয়া - প্রযুক্তি উদ্ভাবন ক্ষেত্রে শীর্ষস্থানে পৌঁছে দেওয়ার জন্য কৌশলগত পদক্ষেপ।
SC/SS /SG
Release ID:
(Release ID: 2112919)
| Visitor Counter:
35