মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

মহারাষ্ট্রের জওহরলাল নেহরু বন্দর থেকে চক পর্যন্ত ছয় লেনের সড়ক নির্মাণে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 19 MAR 2025 4:12PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ মার্চ, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি মহারাষ্ট্রের জওহরলাল নেহরু বন্দর থেকে চক পর্যন্ত ছয় লেনের সড়ক নির্মাণে অনুমোদন দিয়েছে। ২৯.২১৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক তৈরি হবে নির্মাণ – পরিচালন – হস্তান্তর (বিওটি) প্রণালী অনুযায়ী। এজন্য মূলধনী ব্যয় ধরা হয়েছে ৪৫০০.৬২ কোটি টাকা। 
প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মহাপরিকল্পনার আওতায় বন্দরগুলির যোগাযোগ পরিকাঠামোর বিকাশে বিশেষ জোর দিচ্ছে সরকার। জওহরলাল নেহরু বন্দরে পণ্য আদান-প্রদানে ধারাবাহিক বৃদ্ধি এবং নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রেক্ষিতে ঐ অঞ্চলে সড়ক পরিকাঠামো আরও জোরদার করা একান্ত জরুরি। 
বর্তমানে যানজটের কারণে জওহরলাল নেহরু বন্দর থেকে সোনালী চতুর্ভূজের অন্তর্গত ৪৮ নম্বর জাতীয় মহাসড়ক এবং মুম্বাই – পুণে এক্সপ্রেসওয়ে পৌঁছতে ২ – ৩ ঘন্টা সময় লাগে। এ বছরেই নভি মুম্বাই বিমানবন্দর চালু হয়ে গেলে আরও উন্নত সড়ক পরিষেবার প্রয়োজন হয়ে পড়বে। 
অনুমোদিত প্রকল্পের কাজ সম্পন্ন হলে জওহরলাল নেহরু বন্দরের পাগোটে গ্রাম থেকে মুম্বাই – পুণে এক্সপ্রেসওয়ে এবং মুম্বাই – গোয়া জাতীয় মহাসড়কে পৌঁছে যাওয়া যাবে অনেক সহজে। এই পথে দুটি সুড়ঙ্গও থাকবে। 

 

SC/AC/SB


(Release ID: 2112907) Visitor Counter : 31