কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

ব্যক্তি – ব্যবসায়ী ভিম – ইউপিআই কম মূল্যের আর্থিক আদান-প্রদান উৎসাহদান প্রকল্পে মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 19 MAR 2025 4:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ মার্চ, ২০২৫ 

 

২০২৪-২৫ অর্থবর্ষে ব্যক্তি – ব্যবসায়ী ভিম – ইউপিআই কম মূল্যের আর্থিক আদান-প্রদান উৎসাহদান প্রকল্পে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ অনুমোদন দিয়েছে। এ বাবদ বরাদ্দ হয়েছে ১ হাজার ৫০০ কোটি টাকা। ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে ২ হাজার টাকা পর্যন্ত আদান-প্রদানে এই প্রকল্প কার্যকর হবে। প্রতি আদান-প্রদানে মূল্যের ০.১৫ শতাংশ প্রণোদনা হিসেবে দেওয়া হবে। প্রতি ত্রৈমাসিকে সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির দাবির ৮০ শতাংশ মিটিয়ে দেওয়া হবে কোনও শর্ত ছাড়াই। বাকি ২০ শতাংশের ক্ষেত্রে কিছু শর্ত কার্যকর হবে। আদান-প্রদানে প্রযুক্তিগত কারণে বাধার প্রবণতা ০.৭৫ শতাংশের কম হওয়ার ক্ষেত্রে দাবির ১০ শতাংশ মিটিয়ে দেওয়া হবে। বাকি ১০ শতাংশ মিটিয়ে দেওয়া হবে, যখন সংশ্লিষ্ট প্রণালীটি উপযুক্তভাবে কার্যকর করার ক্ষেত্রে সাফল্যের হার ৯৯.৫ শতাংশের বেশি। 
২০২৪-২৫ অর্থবর্ষে ইউপিআই মঞ্চে আদান-প্রদানের পরিমাণ ২০ হাজার কোটি টাকায় নিয়ে যেতে চায় সরকার। 

 

SC/AC/SB…


(Release ID: 2112905) Visitor Counter : 26