লোকসভা সচিবালয়
azadi ka amrit mahotsav

কৃত্রিম মেধার সাহায্যে একাধিক ভাষায় সংসদীয় কাজকর্ম পরিচালনার উদ্দেশ্যে লোকসভা সচিবালয় এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক ‘সংসদ ভাষিনী’র সূচনার জন্য একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে

Posted On: 18 MAR 2025 8:42PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ মার্চ, ২০২৫

 

লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা এবং কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে লোকসভার সচিবালয় এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক ‘সংসদ ভাষিনী’ সূচনার জন্য একটি সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। কৃত্রিম মেধার সাহায্যে একাধিক ভাষায় সংসদীয় কাজকর্ম পরিচালনার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সংসদের বিভিন্ন কাজকর্ম একাধিক ভাষায় করা যাবে। 

লোকসভার সচিবালয় এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক সংসদের বিপুল তথ্যভাণ্ডারকে ব্যবহার করার ক্ষেত্রে সম্মত হয়েছে। সংসদ বিভিন্ন তথ্য ও সম্পদ সরবরাহ করবে যেগুলির সাহায্যে কৃত্রিম মেধার মাধ্যমে ব্যবহারযোগ্য বিভিন্ন ব্যবস্থাপনা তৈরি করা যাবে। ‘ভাষিনী’ ঐ তথ্যভাণ্ডারে থাকা বিভিন্ন উপাদান অনুবাদ করবে। পুরো কাজটিই কৃত্রিম মেধার সাহায্যে করা হবে। 

‘সংসদ ভাষিনী’ উদ্যোগের মাধ্যমে যে কাজগুলি করা হবে সেগুলি হল : কৃত্রিম মেধার সাহায্যে বিভিন্ন ধরণের অনুবাদ। এর মধ্যে রয়েছে- বহুল আলোচিত বিভিন্ন বিতর্ক, কমিটির বৈঠক সহ সংসদীয় নানা সিদ্ধান্ত গ্রহণ। এই উদ্যোগগুলি বাস্তবায়িত হলে নাগরিকরা সংসদের কাজকর্ম সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন। 

সংসদের ওয়েবসাইটে কৃত্রিম মেধার সাহায্যে একটি চ্যাটবট পরিচালনা করা হবে। এই চ্যাটবট গুরুত্বপূর্ণ বিভিন্ন নথি এবং নিয়মাবলী জানার বিষয়ে সদস্য ও আধিকারিকদের সহায়তা করবে। চ্যাটবট ব্যবহারকারীদের মাধ্যমে এই ব্যবস্থা আরও শক্তিশালী হবে। সংসদের অধিবেশন চলার সময় যে ভাষণগুলি দেওয়া হয়, সেগুলি লিখিত আকারে পেতে সুবিধা হবে। এর ফলে, বিভিন্ন আলোচনা এবং বিতর্ক নানা ভাষায় দ্রুত পাওয়া যাবে। 

কৃত্রিম মেধার সাহায্যে সংসদীয় ব্যবস্থাপনার সংস্কার ঘটানোর যে উদ্যোগ লোকসভার অধ্যক্ষ নিয়েছেন, তার জন্য তাঁকে, শ্রী বৈষ্ণব ধন্যবাদ জানান। ‘সংসদ ভাষিনী’ বহু ভাষায় সংসদীয় বিভিন্ন নথিপত্র নাগরিকদের কাছে যথাযথভাবে পৌঁছে দেবে বলে তিনি আশা করেন। এর মাধ্যমে প্রযুক্তি-নির্ভর প্রশাসনিক কাজে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে। লোকসভার মহাসচিব শ্রী উৎপল কুমার সিং, সচিবালয়ের যুগ্ম সচিব শ্রী গৌরব গোয়েল সমঝোতাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

 


SC/CB/DM


(Release ID: 2112705) Visitor Counter : 25