স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

পদ্ম পুরস্কার ২০২৬-এর মনোনয়ন শুরু

Posted On: 15 MAR 2025 3:50PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ মার্চ ২০২৫

 

১৫ মার্চ ২০২৫ থেকে পদ্ম পুরস্কার ২০২৬-এর জন্য মনোনয়ন /  সুপারিশ শুরু হয়েছে। ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত এই মনোনয়ন দাখিল করা যাবে। শুধুমাত্র রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালে (https://awards.gov.in) অনলাইনে মনোনয়ন /  সুপারিশ গ্রহণ করা হবে।

২০২৬-এর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে। পদ্ম পুরস্কারের মধ্যে রয়েছে পদ্ম বিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পুরস্কার ঘোষণা করা  হয়। শিল্প, সাহিত্য, শিক্ষা, ক্রীড়া, মেডিসিন, সমাজ সেবা, বিজ্ঞান ও কারিগরি সহ বিভিন্ন ক্ষেত্রে অনন্যসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে  এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।

সরকার পদ্ম পুরস্কারকে "মানুষের পুরস্কার"-এ পরিণত করতে অঙ্গীকারবদ্ধ। তাই সমস্ত নাগরিককে মনোনয়ন /  সুপারিশ পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। মনোনয়ন /  সুপারিশে সব ধরনের বিস্তারিত তথ্য দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইট (https://mha.gov.in) এবং পদ্ম পুরস্কার পোর্টালের (https://padmaawards.gov.in) 'পুরস্কার ও পদক' শীর্ষক শিরোনামে এই সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। পুরস্কারের বিধি সংক্রান্ত তথ্য জানতে https://padmaawards.gov.in/AboutAwards.aspx লিঙ্ক দেখুন।

 

SC/MP/AS/


(Release ID: 2111531) Visitor Counter : 9