প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

মাথা চাড়া দেওয়া সুরক্ষা চ্যালেঞ্জগুলির মোকাবিলায় দ্রুত সক্ষমতা বৃদ্ধির ওপর জোর বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং-এর

Posted On: 12 MAR 2025 9:29AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ মার্চ , ২০২৫

 

পরিবর্তনশীল ভূ-স্থানিক চালচিত্রে মাথা চাড়া দেওয়া সুরক্ষা চ্যালেঞ্জগুলির মোকাবিলায় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং, দ্রুত সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে ভারতীয় সেনাবাহিনীর প্রশিক্ষণরত আধিকারিক ও কলেজের শিক্ষকদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন তিনি।

এয়ার চিফ মার্শাল প্রশিক্ষণরত আধিকারিকদের বলেন, পরিবর্তনকে স্বাগত জানাতে হবে, প্রতিটি বিপদের বিশ্লেষণ করতে হবে এবং সেই মতো ভবিষ্যৎ সংঘর্ষের মোকাবিলায় কৌশল প্রণয়ন করতে হবে। এক্ষেত্রে তিনি সংযুক্ত প্রশিক্ষণ এবং তিন বাহিনীর মধ্যে সমন্বয়ের ওপর জোর দেন। 

শ্রী সিং, ভারতীয় বায়ুসেনার কৌশলগত প্রেক্ষাপট ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত উদ্যোগ তুলে ধরে আধুনিক যুদ্ধক্ষেত্রে সংযুক্ত অভিযানের গুরুত্বের কথা বলেন। ভারতের জাতীয় স্বার্থ রক্ষায় বায়ুসেনা কর্মীদের সাফল্য, উপযোগিতা এবং অটল অঙ্গীকারের উল্লেখ করেন তিনি। 

বায়ুসেনা প্রধানকে কলেজের প্রশিক্ষণ কর্মসূচি এবং সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে অবহিত করা হয়। কঠোর শিক্ষাগত ও পেশাদার প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতের সামরিক নেতা গঠনে প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন তিনি। 

 

SC/SD/NS


(Release ID: 2110756) Visitor Counter : 8