@font-face { font-family: 'Poppins'; src: url('/fonts/Poppins-Regular.ttf') format('truetype'); font-weight: 400; font-style: normal; } body { font-family: 'Poppins', sans-serif; } .hero { background: linear-gradient(to right, #003973, #e5e5be); color: white; padding: 60px 30px; text-align: center; } .hero h1 { font-size: 2.5rem; font-weight: 700; } .hero h4 { font-weight: 300; } .article-box { background: white; border-radius: 10px; box-shadow: 0 8px 20px rgba(0,0,0,0.1); padding: 40px 30px; margin-top: -40px; position: relative; z-index: 1; } .meta-info { font-size: 1em; color: #6c757d; text-align: center; } .alert-warning { font-weight: bold; font-size: 1.05rem; } .section-footer { margin-top: 40px; padding: 20px 0; font-size: 0.95rem; color: #555; border-top: 1px solid #ddd; } .global-footer { background: #343a40; color: white; padding: 40px 20px 20px; margin-top: 60px; } .social-icons i { font-size: 1.4rem; margin: 0 10px; color: #ccc; } .social-icons a:hover i { color: #fff; } .languages { font-size: 0.9rem; color: #aaa; } footer { background-image: linear-gradient(to right, #7922a7, #3b2d6d, #7922a7, #b12968, #a42776); } body { background: #f5f8fa; } .innner-page-main-about-us-content-right-part { background:#ffffff; border:none; width: 100% !important; float: left; border-radius:10px; box-shadow: 0 8px 20px rgba(0,0,0,0.1); padding: 0px 30px 40px 30px; margin-top: 3px; } .event-heading-background { background: linear-gradient(to right, #7922a7, #3b2d6d, #7922a7, #b12968, #a42776); color: white; padding: 20px 0; margin: 0px -30px 20px; padding: 10px 20px; } .viewsreleaseEvent { background-color: #fff3cd; padding: 20px 10px; box-shadow: 0 .5rem 1rem rgba(0, 0, 0, .15) !important; } } @media print { .hero { padding-top: 20px !important; padding-bottom: 20px !important; } .article-box { padding-top: 20px !important; } }
WAVES BANNER 2025
তথ্যওসম্প্রচারমন্ত্রক

অ্যানিমেশন, ভিস্যুয়াল এফেক্টস্‌, গেমিং এবং কমিক্স – এর মতো বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ গঠন

 Posted On: 10 MAR 2025 2:03PM |   Location: PIB Kolkata

নয়াদিল্লি, ১০ মার্চ, ২০২৫ 


এএসআইএফএ ইন্ডিয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সহায়তায়  অ্যাড ফিল্ম, শোরিলস্‌, অ্যানিমেশন, ভিস্যুয়াল এফেক্টস্‌, গেমিং এবং কমিক্স তৈরির মতো বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতামুলক পরিবেশ গড়ে তুলতে ওয়েভস্‌ উৎকর্ষ পুরস্কার প্রদান করবে। সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাদার ব্যক্তিত্ব এবং ছাত্রছাত্রীরা যাতে এই প্রতিযোগিতায় অংশ নেন, তার জন্য সকলকে উৎসাহিত করা হচ্ছে। 
ওয়ার্ল্ড অডিও ভিস্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট বা ওয়েভস্‌ - এর প্রথম সংস্করণের মূল উদ্দেশ্য আন্তর্জাতিক স্তরের সংবাদমাধ্যম ও বিনোদন জগৎ সংক্রান্ত শিল্পকে ভারতমুখী করা। এছাড়াও, সংশ্লিষ্ট ক্ষেত্রে এদেশের প্রতিভাকে বিশ্বের কাছে তুলে ধরাও অন্যতম উদ্দেশ্য। 
মুম্বাইয়ে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার এবং জিও ওয়ার্ল্ড গার্ডেন্স – এ আগামী পয়লা থেকে ৪ মে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট শিল্পের ৪টি মূল স্তম্ভকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলি হ’ল – সম্প্রচার ও তথ্য সম্বলিত বিনোদনমূলক অনুষ্ঠান; অ্যানিমেশন, ভিস্যুয়াল এফেক্টস্‌, গেমিং ও কমিক্স তৈরি; ডিজিটাল মিডিয়া ও উদ্ভাবন এবং চলচ্চিত্র। ওয়েভস্‌ সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং প্রযুক্তিবিদদের ভারতের বিনোদন শিল্পের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পেতে সাহায্য করবে। 
এই প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ ছিল ২৮ ফেব্রুয়ারি। এরপর, ৮ মার্চ পর্যন্ত জমা পড়া নমুনাগুলিকে বাছাই করা হয়েছে। আগামী ২৯ তারিখ পর্যন্ত বিচারকরা বাছাই করা নমুনাগুলির মূল্যায়ন করবেন। চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে পয়লা এপ্রিল। প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে ২ এপ্রিল থেকে ৫ এপ্রিলের মধ্যে যোগাযোগ করা হবে। ওয়েভস্‌ শীর্ষ সম্মেলন চলার সময় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। প্রথম ২০ জন বিজয়ীকে উৎকর্ষতা পুরস্কার হিসেবে একটি ট্রফি সহ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। ওয়েভস্‌ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য এদের যাওয়া-আসা এবং থাকার খরচ দেওয়া হবে। 
•    এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানতে এই লিঙ্কগুলি দেখুন – https://x.com/asifaindia2000/status/1896833935440802088
•   http:// https://x.com/asifaindia2000/status/1847538472858316826/photo/1
•    https://www.asifaindia.com/waoe/#1728304705577-afa80e8f-ef3e
এ সম্পর্কে বিশদ তথ্য জানতে এই লিঙ্কটি দেখুন -http://https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/mar/doc2025310517201.pdf

 


SC/CB/SB


Release ID: (Release ID: 2109843)   |   Visitor Counter: 41