রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

‘নারী শক্তি সে বিকশিত ভারত’ শীর্ষক জাতীয় সম্মেলনের উদ্বোধন ভারতের রাষ্ট্রপতির

प्रविष्टि तिथि: 08 MAR 2025 1:39PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৮ মার্চ, ২০২৫

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ‘নারী শক্তি সে বিকশিত ভারত’ শীর্ষক এক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক আয়োজিত এই সম্মেলনে তাঁর ভাষণে রাষ্ট্রপতি নিজের জীবনের কথা তুলে ধরেন। তিনি বলেন, আজ আন্তর্জাতিক নারী দিবসের ৫০ বর্ষপূর্তি উদযাপিত হচ্ছে। ওড়িশার  এক অনগ্রসর এলাকায় এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত তাঁর এই যাত্রাপথ সমানাধিকার ও সামাজিক ন্যায়ের বার্তা দেয়। তিনি বলেন, উন্নত ভারতের স্বপ্ন পূরণে মেয়েদের জন্য উন্নত পরিবেশ সৃষ্টি একান্ত প্রয়োজন। মেয়েদের জন্য সমাজে এমন এক আদর্শ পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন, যাতে তাঁরা নির্ভয়ে যেকোন স্থানে একাকী যেতে বা থাকতে পারেন। 


তিনি বলেন, যখনই আমরা নারী প্রতিভার প্রতি সম্মান জানিয়েছি, তাঁরা আমাদের নিরাশ করেননি। বিজ্ঞান, ক্রীড়া, রাজনীতি বা সমাজসেবা – জীবনের সমস্ত ক্ষেত্রে নারীদের সাফল্যের কথা তুলে ধরেন তিনি। 

রাষ্ট্রপতি বলেন, ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তির দেশ হয়ে ওঠার পথে এগোচ্ছে, তাই সমস্ত কাজের ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি একান্ত প্রয়োজন। 

তিনি বলেন, মহিলাদের আত্মনির্ভরতা, আত্মসম্মান এবং স্বাধীনতার মাধ্যমে উন্নত ভারত গড়া যেতে পারে। উন্নত ভারতের অঙ্গীকার আমাদের সকলের অঙ্গীকার। তাই আমাদের সবাইকে মিলে এই অঙ্গীকার পূরণ করতে হবে। মহিলাদের শক্তিশালী ও স্বনির্ভর হয়ে ওঠার পথে তাঁদের পাশে অবশ্যই দাঁড়াতে হবে পুরুষদের। পূর্ণ আস্থা, নিষ্ঠা এবং কঠোর শ্রমের মধ্যে দিয়ে নারীদের এগিয়ে যেতে হবে এবং দেশ ও সমাজের উন্নয়নে তাঁদের অবদান রাখতে হবে। 

রাষ্ট্রপতির ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/mar/doc202538515601.pdf

 

SC/MP/NS


(रिलीज़ आईडी: 2109666) आगंतुक पटल : 60
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Punjabi , Gujarati , Tamil , Kannada , Malayalam