রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতির বার্তা

Posted On: 07 MAR 2025 7:04PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৭ মার্চ ২০২৫

 

প্রতি বছরের ৮ মার্চ উদযাপিত আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এক বার্তায় বলেছেন :

"আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি আমার সমস্ত বোন ও কন্যাদের আন্তরিক শুভেচ্ছা জানাই।

আন্তর্জাতিক নারী দিবস হল, নারীশক্তির সাফল্য এবং দেশ ও সমাজের প্রতি তাঁদের অনন্য অবদানকে সম্মান জানানো। আমাদের পরিবার, সমাজ এবং দেশের ভিত্তি হলেন মহিলারা। বিভিন্ন প্রতিকূলতা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্বেও নানা ক্ষেত্রে মহিলারা সাফল্যের সঙ্গে তাঁদের স্বকীয়তার পরিচয় দিয়েছেন।

যদিও মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নে আরও অনেক কিছু করার প্রয়োজন রয়েছে। আসুন আমরা সেই সমাজ গড়ে তোলার অঙ্গীকার করি, যেখানে প্রতিটি নারী নিজেদের নিরাপদ মনে করবেন এবং সমান সুযোগ-সুবিধা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। 

আমি সমস্ত সফল নারীকে অভিনন্দন জানাই এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।"

রাষ্ট্রপতির বার্তা দেখতে এখানে ক্লিক করুন -

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/mar/doc202537515201.pdf

 

 

SC/MP/AS


(Release ID: 2109489)