প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

অস্ট্রিয়ার ফেডারেল চ্যান্সেলার হিসেবে শপথ নেওয়ায় ক্রিশ্চিয়ান স্টোকারকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

Posted On: 04 MAR 2025 11:47AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪ মার্চ , ২০২৫

 

ক্রিশ্চিয়ান স্টোকার অস্ট্রিয়ার ফেডারেল চ্যান্সেলার হিসেবে শপথ নেওয়ায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখিছেন :

“অস্ট্রিয়ার ফেডারেল চ্যান্সেলার হিসেবে শপথ গ্রহণ করায় মহামান্য ক্রিশ্চিয়ান স্টোকারকে উষ্ণ অভিনন্দন। ভারত ও অস্ট্রিয়ার অংশীদারিত্ব আগামীদিনে সুস্থিত অগ্রগতি লাভ করতে প্রস্তুত। আমাদের পারস্পরিক সুবিধার জন্য দু-দেশের সহযোগিতাকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যেতে আমি আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশায় রয়েছি। @_CStocker ”


SC/ SD/NS


(Release ID: 2108006) Visitor Counter : 8