তথ্যওসম্প্রচারমন্ত্রক
'বিশ্বকে খাদি পরান'
ভারতের প্রবাদপ্রতিম এই পোশাককে বিশ্বমঞ্চে তুলে ধরার চ্যালেঞ্জে যোগ দিন
Posted On:
27 FEB 2025 4:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
সূচনা
'বিশ্বকে খাদি পরান' কর্মসূচীর লক্ষ্য হল, ভারতীয় পোশাকের সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে বিশ্ব ফ্যাশনের প্রবণতার মেলবন্ধন। বিজ্ঞাপন জগতের পেশাদার এবং ফ্রিল্যান্সারদের কাছে এ এক আকর্ষণীয় চ্যালেঞ্জ। ওয়ার্ল্ড অডিও-ভিজুয়াল অ্যাণ্ড এন্টারটেইনমেন্ট সামিট- ওয়েভস-এর অঙ্গ হিসেবে এই উদ্যোগে উদ্ভাবনী বিজ্ঞাপন কৌশলের মাধ্যমে খাদিকে পছন্দের এক ব্র্যাণ্ডে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সহায়তায় অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (AAAI) আয়োজিত এই চ্যালেঞ্জে দেশীয় ও আন্তর্জাতিক বাজার থেকে আবেদন আমন্ত্রণ করা হচ্ছে। ডিজিটাল, প্রিন্ট, ভিডিও এবং পরীক্ষা-নিরীক্ষামূলক যেকোনও ফরম্যাটে এতে যোগ দেওয়া যাবে। এর মাধ্যমে সুকৌশলী চিন্তা-ভাবনা ও সৃজনশীলতার সাহায্যে ব্র্যাণ্ড ভাবমূর্তি নির্মাণ করে বিশ্বজুড়ে খাদিকে ছড়িয়ে দেওয়ার কথা ভাবা হয়েছে।
মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার এবং জিও ওয়ার্ল্ড গার্ডেনস-এ ১-৪ মে ২০২৫ অনুষ্ঠিতব্য ওয়েভস, মিডিয়া ও বিনোদন ক্ষেত্রের এক যুগান্তকারী অনুষ্ঠান হতে চলেছে। এই সম্মেলনে ভারতীয় প্রতিভার সঙ্গে চারটি মূল ক্ষেত্রের বিশ্ব নেতাদের সংযোগ স্থাপিত হবে। এই ক্ষেত্রগুলি হল, সম্প্রচার ও ইনফোটেইনমেন্ট, AVGC- XR (অ্যানিমেশন,ভিজুয়াল এফেক্টস, গেমিং,কমিক্স এবং এক্সটেন্ডেড রিয়ালিটি), ডিজিটাল মিডিয়া ও উদ্ভাবন এবং চলচ্চিত্র। সম্প্রচার ও ইনফোটেইনমেন্ট বিভাগের অন্তর্ভুক্ত বিশ্বকে খাদি পরানোর চ্যালেঞ্জ, ব্র্যাণ্ড কৌশল নির্মাণের লক্ষ্যে বিজ্ঞাপন ও বিপণন জগতের পেশাদারদের এক জায়গায় আনবে। এটিই ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জের একটি অংশ। এই চ্যালেঞ্জে ইতোমধ্যেই সারা বিশ্ব থেকে ৭৩,০০০-এর বেশি আবেদন জমা পড়েছে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত খাদি চ্যালেঞ্জে নাম নথিভুক্ত করেছেন ১১২জন।
প্রচারাভিযানের জন্য প্রয়োজন
একটি প্রিন্ট বিজ্ঞাপন (৪০০ বর্গ সেন্টিমিটার/১০০ কলাম সেন্টিমিটার)
একটি আউটডোর হোর্ডিং
একটি ডিজিটাল/সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন
অনুষ্ঠানের সময়সূচী
নথিভুক্তিকরণ শুরু – ২৭ জানুয়ারি ২০২৫
নথিভুক্তিকরণের শেষ দিন – ২৮ ফেব্রুয়ারি ২০২৫
বাছাই – ২৫ মার্চ ২০২৫
চূড়ান্ত নির্বাচন – ১০ এপ্রিল ২০২৫
অংশগ্রহণের নির্দেশিকা
এমন একটি বার্তা তৈরি করুন যা বিস্তৃত ও বৈচিত্র্যপূর্ণ পরিসরে মনোযোগ আকর্ষণ করবে।
একটি পিডিএফ ফাইলে আপনার বিজ্ঞাপন জমা দিন, ফাইলের আকার 5 MB-র বেশি হওয়া চলবে না।
আবেদনপত্রের কোথাও নিজের নাম ও পরিচয় অথবা আপনার নিয়োগকর্তার পরিচয় জানাবেন না। এমন কোনও তথ্য দিলে আবেদন বাতিল হয়ে যাবে।
সৃজনশীলতা ও ব্র্যাণ্ডিংয়ের বিশেষজ্ঞরা আবেদনপত্রগুলি খতিয়ে দেখে তার মূল্যায়ণ করবেন।
পুরস্কার
শীর্ষ তিন স্থানাধিকারী আকর্ষণীয় নগদ পুরস্কার পাবেন।
ফাইনালিস্টদের মুম্বাইয়ে ওয়েভস শীর্ষ সম্মেলনে সংবর্ধনা জানানো হবে।
ওয়েভস-এ আপনার সৃজনশীল ধারণা নীতি-নির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং উদ্যোক্তাদের সঙ্গে তুলে ধরার সুযোগ পাবেন।
এই শিল্পের নেতাদের সঙ্গে সংযোগসাধনের এবং জাতীয় ও বিশ্বমঞ্চে স্বীকৃতির সুযোগ।
উপসংহার
ওয়েভস 'বিশ্বকে খাদি পরান' প্রচারাভিযান বিজ্ঞাপন জগতের পেশাদার ও ফ্রিল্যান্সারদের সামনে তাঁদের সৃজনশীলতা প্রকাশের এক অভাবনীয় সুযোগ এনে দিয়েছে। এই মঞ্চে নীতি-নির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ ও উদ্যোক্তাদের সামনে তাঁরা তাঁদের কাজ তুলে ধরার এবং স্বীকৃতি অর্জনের সুযোগ পাচ্ছেন।
তথ্য সূত্র
http://v. https://wavesindia.org/challenges-2025
http://v. https://events.tecogis.com/waveskhadichallenge/expressions
http://v. https://x.com/WAVESummitIndia/status/1887071165044359592/photo/1
পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
Click here to download PDF ---- https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/feb/doc2025227509801.pdf
SC/ SD /AG
(Release ID: 2106972)
Visitor Counter : 4