রাষ্ট্রপতিরসচিবালয়
ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির ভাষণ
Posted On:
28 FEB 2025 12:35PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু গান্ধীনগরে আজ ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। ভাষণে রাষ্ট্রপতি বলেন, দেশে ন্যায়বিচার-ভিত্তিক সমাজ ব্যবস্থাকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। ঐতিহ্য ও উন্নয়নের সমন্বয় ঘটিয়ে ন্যায়বিচারের ভিত্তিতে একটি উন্নত ভারত গড়ে উঠেছে। বিগত কয়েক বছরে স্বরাষ্ট্র মন্ত্রক ফরেন্সিক সায়েন্সেস – এর ভূমিকাকে শক্তিশালী করে তুলতে এবং এক্ষেত্রে সুযোগ-সুবিধা ও দক্ষতা বিকাশের জন্য বেশ কিছু কার্যকরি পদক্ষেপ নিয়েছে।
শ্রীমতী মুর্মু বলেন, যে কোনও বিচার ব্যবস্থা যদি প্রকৃতার্থে অন্তর্ভক্তিমূলক হয়, তবেই তাকে শক্তিশালী বলে বিবেচনা করা হবে। তিনি পড়ুয়াদের বলেন, তাঁদের লক্ষ্য হওয়া উচিৎ, সমাজের সকল অংশে, বিশেষ করে দুর্বল ও সকল সুবিধা থেকে বঞ্চিত শ্রেণীর মানুষের জন্য ফরেন্সিক প্রমাণের ভিত্তিতে ন্যায়সঙ্গত দ্রুত বিচার প্রদান করা। রাষ্ট্রপতি পড়ুয়াদের দেশের সুশাসনে অবদান রাখার আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, তিনটি নতুন ফৌজদারি আইনে অপরাধ সংক্রান্ত তদন্ত এবং সাক্ষ্য সংগ্রহে পরিবর্তন আনা হয়েছে। যেসব ক্ষেত্রে শাস্তির মেয়াদ ৭ বছর বা তার বেশি, সেখানে এখন ফরেন্সিক বিশেষজ্ঞদের জন্য অপরাধ স্থল পরিদর্শন ও তদন্ত করা বাধ্যতামূলক হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত রাজ্যে ফরেন্সিক সুবিধাগুলির বিকাশ সাধনের ব্যবস্থা করেছে। এইসব কারণেই বর্তমান সময়ে ফরেন্সিক বিশেষজ্ঞদের গুরুত্ব বাড়ছে।
রাষ্ট্রপতি বলেন, প্রযুক্তি ক্ষেত্রে, বিশেষ করে কৃত্রিম মেধা ও ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে দ্রুত পরিবর্তন আসছে। একই সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞদের দক্ষতাও বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি, অপরাধীরাও নতুন নতুন উপায় অবলম্বন করছে। তাই, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ, বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আরো বেশি সজাগ থাকা প্রয়োজন, যাতে কোনও অপরাধী ছাড় না পান এবং অপরাধের শিকার হওয়া ব্যক্তি দ্রুত সুবিচার পান। এক্ষেত্রে জাতীয় ফরেন্সিক সায়েন্সেস বিশ্ববিদ্যালয় একটি শক্তিশালী ফরেন্সিক ব্যবস্থাপনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন তিনি।
SC/SS/SB
(Release ID: 2106945)
Visitor Counter : 12