স্বরাষ্ট্র মন্ত্রক
মধ্যপ্রদেশের ভোপালে গ্লোবাল ইনভেস্টার্স সামিট-২০২৫-এর সমাপ্তি সমারোহে ভাষণ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ
प्रविष्टि तिथि:
25 FEB 2025 8:23PM by PIB Kolkata
নতুনদিল্লি ২৫ ফেব্রুয়ারি ২০২৫
মধ্যপ্রদেশের ভোপালে গ্লোবাল ইনভেস্টার্স সামিট-২০২৫-এর সমাপ্তি সমারোহে আজ ভাষণ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব সহ বিশিষ্টজনেরা।
ভাষণে অমিত শাহ বলেন, দু’দিনের এই সম্মেলনে মোট ৩০ লক্ষ ৭৭ হাজার কোটি টাকার সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। ২০০-টিরও বেশি ভারতীয় কোম্পানীর প্রতিনিধি, সমসংখ্যক বিদেশি সংস্থার কর্ণধার, ২০টিরও বেশি ইউকর্নের প্রতিষ্ঠাতা সহ ৫০টি দেশের প্রতিনিধি যোগ দিয়েছেন এই সম্মেলনে। এই বছর প্রতিটি ক্ষেত্রের জন্য পৃথকভাবে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে মধ্যপ্রদেশ।
সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য চিহ্নিত মধ্যপ্রদেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে উন্নয়নের পাশাপাশি ঐতিহ্য রক্ষার মন্ত্রে এগিয়ে চলেছে বলে অমিত শাহ উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ২০৪৭ নাগাদ প্রকৃত অর্থে উন্নত দেশ হয়ে ওঠা এবং ২০২৭ নাগাদ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে দ্রুত এগোচ্ছে ভারত। এই যাত্রায় মধ্যপ্রদেশের বিশেষ ভূমিকা রয়েছে। সেখানে রয়েছে দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনা এবং বিস্তৃত পরিকাঠামোর সুযোগ। পর্যাপ্ত ভূমি ও খনিজ সম্পদ এবং দক্ষ মানব সম্পদ এই রাজ্যটিকে লগ্নিকারীদের কাছে আকর্ষণীয় করে তুলেছে।
২০ বছরের ধারাবাহিক বিজেপি শাসনের আগে মধ্যপ্রদেশ উন্নয়নের নিরিখে অনেকটাই পিছিয়ে ছিল বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী মন্তব্য করেছেন। কিন্তু, বর্তমানে এই রাজ্য রয়েছে ৫ লক্ষ কিলোমিটারের সড়ক পরিকাঠামো, ৬টি বিমানবন্দর এবং বিদ্যুৎ উৎপাদনের সুবন্দোবস্ত। পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনেও এই রাজ্য অনেক দূর এগিয়েছে। আইআইএম, এইমস, আইআইটি, এনআইএফটি-র মতো শিক্ষা প্রতিষ্ঠান এই রাজ্যের তরুণ-তরুণীদের কর্মদক্ষ করে তুলছে। দেশের জৈব তুলো সরবরাহের ২৫ শতাংশই হয়ে থাকে এরাজ্য থেকে। ২০২৫ সালটিকে মধ্যপ্রদেশ সরকার “শিল্প বর্ষ” হিসেবে চিহ্নিত করেছে।
কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রী। তিনি বলেন, বিগত ১০ বছরে দেশের বিদেশি মুদ্রা সঞ্চয়, মোট অভ্যন্তরীণ উৎপাদন এবং মাথা পিছু আয় দ্বিগুণ হয়েছে- যা বিকশিত ভারতের ভিত্তি।
অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের প্রসঙ্গে অমিত শাহ বলেন, মোদী জমানায় ৫৪ কোটি মানুষ ব্যাঙ্কিং পরিষেবার আওতায় এসেছেন। দেশের অর্থনৈতিক ক্ষেত্রকে জোরদার করতে হাতে নেওয়া হয়েছে একের পর এক কর্মসূচি। ব্যাঙ্কগুলির অনুৎপাদক সম্পদ ২.৫ শতাংশেরও নীচে নেমেছে। দেশ জুড়ে তৈরি হয়েছে আরও ৬০ হাজার কিলোমিটার মহাসড়ক। গ্রামাঞ্চলে এই সময়ে নির্মিত সড়কের মোট দৈর্ঘ্য ৮ লক্ষ কিলোমিটার। বিমানবন্দরের সংখ্যা ৭৪ থেকে বেড়ে হয়েছে ১৫৭। রেল পরিষেবাকে আরও দক্ষ করে তোলা হচ্ছে।
মধ্যপ্রদেশের এই বিনিয়োগ সম্মেলন সারা দেশের বিকাশের উদ্যোগে গতি আনবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী মনে করেন।
SC/AC/CS
(रिलीज़ आईडी: 2106373)
आगंतुक पटल : 43