শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

গভর্নমেন্ট ই মার্কেটপ্লেস (GeM) –এর SWAYATT উদ্যোগের ৬ বছর উদযাপন

Posted On: 25 FEB 2025 2:44PM by PIB Kolkata

  নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

 

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি গভর্নমেন্ট ই মার্কেটপ্লেস (GeM) নতুন দিল্লিতে তার সদর দফতরে ই লেনদেনের মাধ্যমে স্টার্টআপস, মহিলা ও যুব সম্প্রদায়ের সুযোগ-সুবিধা বা Startups, Women & Youth Advantage through eTransactions  (SWAYATT) উদ্যোগের ৬ বছর পূর্তি উদযাপন করেছে। সরকারি ক্রয় প্রক্রিয়ায় মহিলা নেতৃত্বাধীন উদ্যোগপতি এবং যুব সম্প্রদায়ের অংশগ্রহণ জোরদার করার উদ্দেশ্য নিয়েই ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি SWAYATT-এর সূচনা হয়। 


সামাজিক অন্তর্ভুক্তি করণের ভিত্তিস্তম্ভ GeM-এর মধ্যে রয়েছে। SWAYATT সহজে ব্যবসার সুযোগ বৃদ্ধি করেছে। সেইসঙ্গে স্টার্টআপস, মহিলা উদ্যোগপতি, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ, স্বনির্ভর গোষ্ঠী এবং যুব সম্প্রদায় বিশেষ করে সমাজে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য বার্ষিক সরকারি ক্রয় প্রক্রিয়ার সঙ্গে সরাসরি বাজারের সংযোগ স্থাপনে  সাহায্য করেছে। এই উদ্যোগের লক্ষ্যই হল শেষ প্রান্তে থাকা বিক্রেতাদের প্রশিক্ষণ, মহিলা উদ্যোক্তাপতিদের বিকাশ সাধন এবং সরকারি ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণে উৎসাহ জোগানো। 


অনুষ্ঠানে GeM বণিক মহল ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রি (FICCI) লেডিস অর্গানাইজেশন (FICCI-FLO) –এর সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে GeM মধ্যস্থতাকারী ছাড়াই মহিলা উদ্যোগপতিদের সরকারি ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দেওয়ার পদক্ষেপ নিয়েছে। এরফলে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং পণ্যের ভালো দাম মিলবে। 


 
GeM-এর সিইও এল সত্য শ্রীনিবাস জানিয়েছেন, SWAYATT-এর সূচনা হওয়ার সময় GeM-এ মাত্র ৬,৩০০ মহিলা নেতৃত্বাধীন উদ্যোগপতি এবং ৩,৪০০টি স্টার্টআপস যুক্ত ছিল। পরবর্তী সময় এই প্ল্যাটফর্ম বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, GeM স্টার্টআপ গুলিকে ৩৫,৯৫০ কোটি টাকার বরাত পূরণ করতে সাহায্য করেছে। GeM-এর মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলি কিভাবে মহিলা উদ্যোগপতিদের সুযোগ করে দিচ্ছে সেবিষয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন FICCI-FLO –এর প্রেসিডেন্ট শ্রীমতি জয়শ্রী দাসভার্মা। তাদের সংস্থার সঙ্গে GeM-এর সমঝোতা হওয়ার ফলে মহিলা নেতৃত্বাধীন এমএসই গুলি সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ তিনি। 


SC/ SS /AG


(Release ID: 2106175) Visitor Counter : 11