WAVES BANNER 2025
তথ্যওসম্প্রচারমন্ত্রক

ওয়েভস কমিক্স ক্রিয়েটর চ্যাম্পিয়নশিপ: জমে উঠেছে তরুণ স্রষ্টাদের প্রতিযোগিতা, ফাইনালিস্টদের বেছে নেবে ৫ সদস্যের জুরি

 Posted On: 20 FEB 2025 7:36PM |   Location: PIB Kolkata

মুম্বাই, ২০ ফেব্রুয়ারি, ২০২৫


কমিক্স ক্রিয়েটর চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বিজয়ীদের বেছে নেওয়ার জন্য ৫ সদস্যের জুরি প্যানেল ঘোষণা করা হয়েছে। ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট (ওয়েভস)-এর অঙ্গ হিসেবে মুম্বাইতে চলতি বছরের ১-৪ মে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইন্ডিয়ান কমিক্স অ্যাসোসিয়েশন (আইসিএ) এবং ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক এর আয়োজক। ভারতের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে উৎসাহ দিতে ভারত সরকার যে ‘ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ’ কর্মসূচি হাতে নিয়েছে, এই প্রতিযোগিতা তারও অঙ্গ। 

এই প্রতিযোগিতার সেমিফাইনালে যারা পৌঁছেছেন, তাঁদের নাম ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। ভারতীয় কমিক্স-এর জগতে কিংবদন্তীদের নিয়ে গঠিত জুরি প্যানেল এবার এই সেমিফাইনালিস্টদের মধ্যে থেকে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১০ জনকে বেছে নেবে। ফাইনাল অনুষ্ঠিত হবে মুম্বাইতে। 

আইসিএ-র সভাপতি অজিতেশ শর্মা বলেছেন, জুরি সদস্যরা কমিক্সের ক্ষেত্রে বিশেষজ্ঞ, কমিক্স তাঁদের আবেগ। তাই তাঁরা যাদের বেছে নেবেন, তারা যে এই প্রতিযোগিতায় ভারতীয় কমিক্সের এক নতুন মান স্থাপন করবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। এমন জুরি সদস্যদের পেয়ে তাঁরা সম্মানিত বলে অজিতেশ শর্মা মন্তব্য করেন।

জুরি সদস্যরা 

১. দিলীপ কদম – বিখ্যাত কমিক্স ও চিত্রশিল্পী, তাঁর অভিজ্ঞতা বিপুল। কয়েক দশকের বিস্তৃত পেশাদারি জীবনে দিলীপ কদম বিভিন্ন প্রথম সারির প্রকাশকের সঙ্গে কাজ করেছেন। ভোকাল সহ নানা জনপ্রিয় কমিক চরিত্রের সৃষ্টিকর্তা তিনি।
২. নিখিল প্রাণ – কিংবদন্তী কার্টুনিস্ট প্রাণ কুমার শর্মার পুত্র নিখিল নিজেও বিখ্যাত কমিক শিল্পী। তাঁর বাবার অমর সৃষ্টি চাচা চৌধুরী ও সাবুর মতো চরিত্র তাঁকেও অনুপ্রাণিত করেছে। বাবার কাছ থেকে পাওয়া উত্তরাধিকারকে তিনি তাঁর নিজস্ব উদ্ভাবনী গল্প কথনের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে চলেছেন।
৩. জ্যাজিল হোমাভাজির – পুরস্কার বিজয়ী অ্যানিমেশন পেশাদার, ভারতের প্রথম এবং সব থেকে বেশি দিন ধরে চলা ওয়েব মাঙ্গা, দ্য বেস্ট লিজিয়নের সৃষ্টিকর্তা। সম্প্রতি তিনি অ্যান পুরস্কারে ভূষিত হয়েছেন।
৪. সঞ্জয় গুপ্তা – রাজ কমিক্সের প্রতিষ্ঠাতা। ভারতের জনপ্রিয় সব সুপার হিরো নাগরাজ, দোগা, ভোকাল, ভেরিয়া এবং আরও অনেক চরিত্রের সৃষ্টিকর্তা।
৫. প্রীতি ভ্যাস – অমর চিত্রকথার প্রেসিডেন্ট ও কার্যনির্বাহী। কমিক্সের বিষয়বস্তু নিয়ে তাঁর গভীর জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে। পুরান কথা থেকে চিত্রকথা – বিভিন্ন বিষয় নিয়ে তিনি কাজ করেছেন।

ওয়েভস কমিক্স ক্রিয়েটর চ্যাম্পিয়নশিপ

ভারতীয় কমিক সৃষ্টিকর্তাদের পরবর্তী প্রজন্মকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে ইন্ডিয়ান কমিক্স অ্যাসোসিয়েশন এবং ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক গত বছরের অগাস্ট মাসে ওয়েভস কমিক্স ক্রিয়েটর চ্যাম্পিয়নশিপের সূচনা করে। উদ্ভাবন, সৃজনশীলতা ও গল্পকথনকে উৎসাহ দিয়ে ভারতীয় কমিক্সে এক নতুন যুগ আনা এর লক্ষ্য।

ওয়েভস ২০২৫

ওয়েভস ২০২৫ চলতি বছরের ১-৪ মে মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। মিডিয়া, বিনোদন ও প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবন, সৃজনশীলতা এবং পারস্পরিক সহযোগিতার প্রসার ঘটানো এর লক্ষ্য। অ্যানিমেশন, গেমিং, ভিজ্যুয়াল এফেক্ট, এক্সআর (এক্সটেনডেট রিয়্যালিটি) প্রভৃতি ক্ষেত্রে নতুন সম্ভাবনার অনুসন্ধানে ক্রিয়েটর, শিল্পমহলের নেতা ও বিনিয়োগকারীরা সমবেত হবেন এই শীর্ষ সম্মেলনে। ভারতকে এভিসিজি-এক্সআর ক্ষেত্রে বিশ্বের শক্তি কেন্দ্রে পরিণত করা এই সম্মেলনের উদ্দেশ্য।

 

SC/SD/SKD


Release ID: (Release ID: 2105207)   |   Visitor Counter: 30