রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

পাঁচ দেশের রাষ্ট্রদূত রাষ্ট্রপতির কাছে নিজেদের পরিচয়পত্র দিলেন

Posted On: 20 FEB 2025 2:47PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

 

রাষ্ট্রপতি ভবনে আজ এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু পানামা, গায়ানা, সুদান, ডেনমার্ক এবং প্যালেস্টাইনের রাষ্ট্রদূত / হাইকমিশনারের পরিচয়পত্র গ্রহণ করেছেন। 

তাঁরা হলেন – পানামার রাষ্ট্রদূত আলোনসো কোরিয়া মিগুয়েল, গায়ানার হাইকমিশনার ধরমকুমার সিরাজ, সুদানের রাষ্ট্রদূত ডঃ মহম্মেদ আব্দাল্লা আলি এলটম, ডেনমার্কের রাষ্ট্রদূত রাসমাস আবিলদগার্ড ক্রিস্টেনসেন এবং প্যালেস্টাইনের রাষ্ট্রদূত আব্দুল্লাহ মহম্মদ এ আবুশাওয়েশ।


SC/AB/DM.


(Release ID: 2104999) Visitor Counter : 12