রেলমন্ত্রক
মাঘী পূর্ণিমা উপলক্ষে অমৃত স্নানের পর ভক্তরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, তা নিশ্চিত করতে ভারতীয় রেল দিবারাত্র কাজ করে চলেছে: অশ্বিনী বৈষ্ণব
Posted On:
12 FEB 2025 8:47PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
রেল মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব আজ রেল ভবনে প্রয়াগরাজ স্টেশনের যাত্রী ভিড় সামাল দিতে গৃহীত উদ্যোগগুলির পর্যালোচনা করেছেন। এই বৈঠকে তাঁর সঙ্গে রেল বোর্ডের চেয়ারম্যান তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী সতীশ কুমার উপস্থিত ছিলেন। দেশের প্রতিটি প্রান্তের যাত্রীদের জন্য যাতে নিয়মিত রেল পরিষেবা নিশ্চিত করা যায়, সেই উদ্দেশ্যে মন্ত্রী আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। যাত্রী স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দিয়ে অতিরিক্ত ভিড় সামাল দিতে প্রয়াগরাজ ডিভিশনকে তিনি বাড়তি ট্রেন চালানোর পরামর্শও দিয়েছেন।
মহাকুম্ভ রেলওয়ে ইনফরমেশন বুলেটিন অনুসারে, ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ২২৫টি ট্রেনে ১২ লক্ষ ৪৬ হাজার যাত্রী সফর করেছেন। ১১ ফেব্রুয়ারি ৩৪৩টি ট্রেনে ১৪ লক্ষ ৬৯ হাজার যাত্রী যাতায়াত করেছেন । মহাকুম্ভ অঞ্চলের হোল্ডিং জোন, বিভিন্ন রেল স্টেশন এবং সমাজ মাধ্যমে রেল চলাচল সংক্রান্ত তথ্য প্রতিনিয়ত দেওয়া হচ্ছে। প্রয়াগরাজ স্টেশনে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে ৪টি হোল্ডিং জোন গঠন করা হয়েছে। প্রতিটি অঞ্চলে ৫ হাজার যাত্রীকে প্রয়োজনীয় পরিষেবা দেওয়া সম্ভব। এছাড়াও, খুসরুবাগে মাঘী পূর্ণিমা উপলক্ষ্যে আরেকটি হোল্ডিং জোন গঠন করা হয়েছে। এখানে অতিরিক্ত ১ লক্ষ যাত্রীকে পরিষেবা দেওয়া হবে। সংশ্লিষ্ট অঞ্চলে যাত্রীদের থাকার পাশাপাশি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে তাঁরা ট্রেনে ওঠার আগে পর্যন্ত প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান। যাত্রী সাধারণ যাতে কোনও ভুল তথ্যে বিভ্রান্ত না হন, তার জন্য শুধুমাত্র সরকারি সূত্র থেকে পাওয়া তথ্যের উপরই তাঁদের ভরসা রাখতে বলা হয়েছে।
SC/CB/SB…
(Release ID: 2102689)
Visitor Counter : 20