প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী এবং ফ্লান্সের প্রেসিডেন্ট মাজার্গ যুদ্ধ সমাধিস্থল পরিদর্শন করেছেন

Posted On: 12 FEB 2025 4:57PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ ফেব্রুয়ারি, ২০২৫


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ফান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাঁক্র আজ সকালে মার্সেইতে মাজার্গ যুদ্ধ সমাধিস্থল পরিদর্শন করেছেন। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের। দুই নেতাই নিহতদের আত্মত্যাগকে সম্মান জানাতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।
মাজার্গ যুদ্ধ সমাধিস্থলে সংরক্ষিত আছে ইউরোপে শান্তির জন্য লড়াই করা ভারতীয় সেনাদের সাহস ও আত্মত্যাগের ইতিহাস। তাঁদের এই কাহিনী এখনও অনেককে অনুপ্রাণিত করে। এই সমাধিস্থল মানুষে মানুষে গভীর সম্পর্কের উদযাপন করে, যা ভারত – ফ্রান্স মৈত্রীকে লালন করে চলেছে।

 

SC/AP/SG


(Release ID: 2102652) Visitor Counter : 18