প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কায় বায়ুসেনা ঘাঁটিতে ১০ ফেব্রুয়ারি, ২০২৫ এরো ইন্ডিয়া ২০২৫-এর উদ্বোধন করবেন প্রতিরক্ষা মন্ত্রী

Posted On: 09 FEB 2025 6:21PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

 

বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কায় বায়ুসেনা ঘাঁটিতে ১০ ফেব্রুয়ারি, ২০২৫ এরো ইন্ডিয়ার ১৫তম সংস্করণের উদ্বোধন করবেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং। এই সমারোহ এশিয়ায় বৃহত্তম উড়ান পরিসর তথা প্রতিরক্ষা সংক্রান্ত প্রদর্শনী। এ বছরের থিম হল – ‘দ্য রানওয়ে টু আ বিলিয়ন অপার্চুনিটিজ’। পাঁচদিনের এই সমারোহে উড়ান ক্ষেত্রে ভারতের ক্ষমতা, দেশীয় উদ্ভাবনা এবং সারা বিশ্বের বিভিন্ন সংস্থার অত্যাধুনিক বিমান ও উড়ান সরঞ্জাম তুলে ধরা হবে। ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’-এর মন্ত্রের ওপর ভিত্তি করে এই মঞ্চে আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রে দেশীয় উৎপাদনের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে, যা ২০৪৭ নাগাদ বিকশিত ভারত গড়ে তোলায় সরকারের দায়বদ্ধতাকেই তুলে ধরে। 

সমারোহের সূচনার আগে বেঙ্গালুরুতে সাংবাদিক সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, এরো ইন্ডিয়া নতুন ভারতের সক্ষমতা তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মঞ্চ। বন্ধুভাবাপন্ন দেশগুলির সঙ্গে সহযোগিতা বাড়িয়ে তোলা ভারতের লক্ষ্য। এরো ইন্ডিয়ার মঞ্চ শুধুমাত্র প্রযুক্তি ও উদ্ভাবন-কেন্দ্রিক নয়, তরুণ প্রজন্মের মধ্যে বৈজ্ঞানিক ভাবধারা প্রসারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। 

৪২ হাজার বর্গ মিটারেরও বেশি অঞ্চল জুড়ে এই সমারোহে ৯০টি দেশের ৯০০টি সংস্থা যোগ দিচ্ছে। এর মধ্যে ১৫০টি বিদেশি সংস্থা। ৩০টি দেশের প্রতিরক্ষা মন্ত্রী কিংবা তাঁদের প্রতিনিধি উপস্থিত থাকবেন এই সমারোহে। এই বিপুল অংশগ্রহণ উড়ান ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরে বলে প্রতিরক্ষা মন্ত্রী মন্তব্য করেছেন। 

সাম্প্রতিক বছরগুলিতে প্রতিরক্ষা এবং বিমান পরিসর ক্ষেত্রের বিবর্তনের কথা উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, আজ ভারত এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সরঞ্জাম নির্মাণই নয়, বড় সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে সক্ষম হয়ে উঠেছে। দেশের মধ্যেই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে চায় ভারত। অত্যাধুনিক বিভিন্ন ক্ষেপণাস্ত্র এবং আকাশ বিমান প্রতিরক্ষা প্রণালীর মাধ্যমে ভারত নিজের মুকুটে একের পর এক পালক যোগ করে চলেছে। 

অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের বেসরকারিকরণের পর নতুন তৈরি হওয়া সংস্থাগুলি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে নজিরবিহীনভাবে এগিয়ে চলেছে বলে প্রতিরক্ষা মন্ত্রী জানান। দেশে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের মূল্যমান ১.২৭ লক্ষ কোটি টাকা পেরিয়ে গেছে এবং এই অর্থবর্ষের শেষ নাগাদ তা ১.৬০ লক্ষ কোটি টাকা অতিক্রম করবে বলে প্রতিরক্ষা মন্ত্রী আশাবাদী। প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির পরিমাণ ২১ হাজার কোটি টাকার রেকর্ড স্পর্শ করেছে এবং তা ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেও তিনি প্রত্যয়ী। ভারতকে অর্থনৈতিক ক্ষেত্রে সুপার পাওয়ার করে তুলতে প্রতিরক্ষা শিল্পক্ষেত্রের গুরুত্বপূর্ণ অবদানের উল্লেখ করেন শ্রী রাজনাথ সিং। 

১৫তম এরো ইন্ডিয়া চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। শেষ দু’দিন প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ। এই আয়োজনের অঙ্গ হিসেবে প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক, সিইও-দের গোলটেবিল, ভারত প্যাভিলিয়ন এবং সর্বোপরি চমৎকৃত করে দেওয়ার মত উড়ান কৃৎকৌশলের প্রদর্শন হবে।

এই সমারোহের কার্টেইন রেইজার হিসেবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ, সিডিএস জেনারেল অনিল চৌহান প্রমুখ।

 

SC/AC/DM.


(Release ID: 2101267) Visitor Counter : 8