যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট (পিওএসএ)-কে নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক

Posted On: 06 FEB 2025 3:11PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৬ ফেব্রুয়ারি ২০২৫

 

সারা দেশে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি)-এর ৬৫০টি শাখা এবং ১.৬৩ লক্ষ পরিষেবা কেন্দ্র আছে। বিষেষ করে কুশিনগর জেলায় আছে একটি শাখা এবং ২২৪টি পরিষেবা কেন্দ্র।

সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টস, ভার্চুয়াল ডেবিট কার্ড, ডোমেস্টিক মানি ট্রান্সফার সার্ভিস, বিল এবং অন্যান্য পেমেন্ট, আইপিপিবি গ্রাহকদের জন্য বীমা পরিষেবা, পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট (পিওএসএ)-এর সঙ্গে আইপিপিবি অ্যাকাউন্টের সংযোগ, পোস্ট অফিস সেভিংস কর্মসূচির জন্য অনলাইন পেমেন্ট, ডিজিটাল লাইফ সার্টিফিকেট (ডিএলসি), আধার এনাবল্ড পেমেন্টস সিস্টেম (এইপিএস), যে কোন নাগরিকের জন্য আধারে মোবাইল নম্বর আপডেট এবং শূন্য থেকে ৫ বছর বয়সী যে কোন শিশুর জন্য নথিভুক্তি পরিষেবার মতো একাধিক পরিষেবা দেয় আইপিপিবি। 

পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট (পিওএসএ)-কে নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক। এর মধ্যে আছে - সব বড় ডাকঘরে বিজ্ঞাপন এবং গ্রাহকদের উৎসাহিত করতে ডাকঘরগুলির ভিতর ও বাইরে ২৫,০০০-এর বেশি আর্থিক সাক্ষরতা এবং গ্রাহক সচেতনতা শিবিরের আয়োজন। 

আইপিপিবি পোস্টম্যান এবং গ্রামীণ ডাকসেবকদের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট এবং শিশুদের নথিভুক্তিকরণ সহ আধার সংক্রান্ত পরিষেবা পৌঁছে দেয় বাড়ি বাড়ি। সাধারণ মানুষ, অবসরপ্রাপ্ত এবং শিশুদের এই সব পরিষেবা দিতে কেন্দ্র / রাজ্য স্তরে বিভিন্ন দপ্তরের সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়েছে। ৩১.১২.২০২৪ পর্যন্ত ব্যাঙ্ক ৭.০৩ কোটি আধার নির্ভর অ্যাকাউন্ট খুলেছে, ৭.৬৮ কোটি গ্রাহকের আধারে মোবাইল নম্বর আপডেট করেছে, ৮১.১৭ লক্ষ গ্রাহককে শিশু নথিভুক্তি পরিষেবা দিয়েছে এবং অবসরপ্রাপ্তদের দিয়েছে ২৪ লক্ষের বেশি ডিজিটাল লাইফ সার্টিফিকেট। 

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন যোগাযোগ প্রতিমন্ত্রী ডঃ পেম্মাস্বামি চন্দ্র শেখর।  


SC/AP/AS


(Release ID: 2100322) Visitor Counter : 423