স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

নতুন দিল্লিতে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ

प्रविष्टि तिथि: 05 FEB 2025 3:40PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৫ ফেব্রুয়ারি ২০২৫

 

নতুন দিল্লিতে আজ জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল শ্রী মনোজ সিনহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ইন্টেলিজেন্স ব্যুরোর অধিকর্তা, জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব, ওই রাজ্যের পুলিশের মহানির্দেশক সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এর আগের দিনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং সামরিক ও প্রশাসনিক শীর্ষকর্তারা। 

স্বরাষ্ট্রমন্ত্রী আবারও বলেছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাসবাদকে সমূলে উচ্ছেদ করতে চায়। সরকারের এই প্রচেষ্টার সুবাদে সেখানে সন্ত্রাসবাদীদের সক্রিয়তা অনেকটাই কমেছে। অনুপ্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা সংস্থাগুলিকে আরও উদ্যোগী হতে বলেছেন। 

মাদক পাচারের চক্র অনুপ্রবেশকারী এবং সন্ত্রাসবাদীদের মদত যোগাচ্ছে বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক পাচারকারীরা যাতে কোন ভাবেই জঙ্গীদের অর্থ সহায়তা না দিতে পারে তা নিশ্চিত করতে হবে। 

নতুন ফৌজদারি আইনের সময়ানুগ রূপায়ণের স্বার্থে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে নতুন নিযুক্তির নির্দেশ দিয়েছেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী আবারও জানিয়েছেন, সন্ত্রাসবাদের অভিশাপমুক্ত জম্মু ও কাশ্মীরকে সব দিক থেকেই বিকশিত করে তোলা সরকারের লক্ষ্য। 

 

SC/AC/AS


(रिलीज़ आईडी: 2100215) आगंतुक पटल : 66
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam