যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
বিকশিত ভারত গঠনে যুবশক্তির ভূমিকা
Posted On:
03 FEB 2025 1:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
দেশ গঠনের কাজে যুবশক্তির গঠনমূলক ও সৃজনশীল ক্ষমতাকে ব্যবহার করতে যুব বিষয়ক দপ্তর নতুন এক উদ্যোগ গ্রহণ করেছে। দপ্তরের তৃণমূল স্তরের বিভিন্ন সংগঠন নানা প্রকল্পের মাধ্যমে যুব সম্প্রদায়ের ব্যক্তিত্ব গঠন এবং বিভিন্ন কাজে তাঁদের যুক্ত করার উদ্যোগ নিয়েছে।
ন্যাশনাল সার্ভিস স্কিম – এনএসএস সমাজে বিভিন্ন পরিষেবা প্রদানের জন্য যুব সম্প্রদায়কে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করার উদ্যোগ নিয়েছে। এর ফলে তাঁদের ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। নেহরু যুব কেন্দ্র সংগঠন (এনওয়াইকেএস) গ্রামাঞ্চলের যুবক-যুবতীদের ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিতে তাঁদের যুক্ত করতে উদ্যোগী হয়েছে। এছাড়াও, ‘মেরা যুব ভারত – MY Bharat’ কর্মসূচির মাধ্যমেও বিভিন্ন উন্নয়নমূলক কাজে যুবক-যুবতীদের যুক্ত করা হচ্ছে। যুবক-যুবতীদের মধ্যে কর্তব্যবোধ এবং সেবা করার মানসিকতাকে গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক দপ্তরের স্বয়ংশাসিত সংস্থা MY Bharat গড়ে তোলা হয়েছে। https://www.mybharat.gov.in/ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আগ্রহী যুবক-যুবতীরা বিভিন্ন প্রকল্পে স্বেচ্ছাসেবক হিসেবে তাঁদের নাম নথিভুক্ত করতে পারেন। এ পর্যন্ত ১ কোটি ৬৫ লক্ষ যুবক-যুবতী এই প্রকল্পে যুক্ত হয়েছেন।
২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত ভারত হিসেবে গড়ে তুলতে ‘যুব কানেক্ট’ কর্মসূচির সূচনা করা হয়েছে। দেশের বিভিন্ন উন্নয়নমূলক এবং সংস্কারমূলক কাজে যুবক-যুবতীদের অন্তর্ভুক্ত করাই এর মূল উদ্দেশ্য। দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যুবক-যুবতীরা বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে নানা আলোচনায় অংশ নিচ্ছেন। তাঁরা বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় করছেন। এই কর্মসূচিগুলির মাধ্যমে জাতীয়তাবোধ, সমাজে বিভিন্ন কাজে যুক্ত হওয়া, মানবসম্পদ উন্নয়ন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবনাচিন্তা করা এবং ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে, ছাত্রছাত্রীরা সমাজ গঠনে আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারবে। এই ধরনের কর্মসূচির মাধ্যমে ব্যক্তিবিশেষের চরিত্র যমন গঠিত হয়, পাশাপাশি এতে জাতীয়তাবোধও গড়ে ওঠে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডব্য।
SC/CB/DM
(Release ID: 2099150)
Visitor Counter : 18