অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

বীমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের সীমা ৭৪ থেকে বেড়ে ১০০ শতাংশ

Posted On: 01 FEB 2025 1:21PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি ২০২৫

 

সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের কথা বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর্থিক ক্ষেত্রেও বিভিন্ন সংস্কারের প্রস্তাব দিয়েছেন তিনি। 

অর্থমন্ত্রী জানিয়েছেন, বীমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের ঊর্ধ্বসীমা ৭৪ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করা হবে। এই সুযোগ পাবে সেই সব বীমা সংস্থা যারা প্রিমিয়াম বাবদ পাওয়া অর্থের সবটাই ভারতে বিনিয়োগ করবে। 

পেনশন ক্ষেত্রেও সমন্বয়ের লক্ষ্যে একটি নতুন মঞ্চ গড়ে তোলার কথা জানানো হয়েছে। 

কেওয়াইসি প্রক্রিয়াকে আরও সরল করে তুলতে এবছরই চালু করা হবে কেন্দ্রীয় কেওয়াইসি রেজিস্ট্রি। 

বাণিজ্যিক সংস্থার সংযুক্তিকরণের প্রক্রিয়াটিকেও সহজ-সরল ও দ্রুত করে তোলা হচ্ছে। বিদেশী বিনিয়োগের প্রসারে জোর দেওয়া হবে ‘ফার্স্ট ডেভেলপ ইন্ডিয়া’ নীতিতে। 

SC/AC/AS


(Release ID: 2098660) Visitor Counter : 18