অর্থমন্ত্রক
অর্থনীতিতে তৃতীয় চালিকাশক্তি বিনিয়োগের প্রসারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সরকারি - বেসরকারি অংশীদারিত্বে বহু ক্ষেত্রিক সংস্কার, রাজ্যগুলিকে সহায়তা, সম্পদের মুদ্রাকরণ, খনি ক্ষেত্র এবং অভ্যন্তরীণ উৎপাদনে জোর দিয়েছেন
Posted On:
01 FEB 2025 1:06PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি ২০২৫
অর্থনীতির তৃতীয় চালিকাশক্তি হিসেবে বিনিয়োগের প্রসারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সরকারি - বেসরকারি অংশীদারিত্বে বহু ক্ষেত্রিক সংস্কার, রাজ্যগুলিকে সহায়তা, সম্পদের মুদ্রাকরণ, খনি ক্ষেত্র এবং অভ্যন্তরীণ উৎপাদনে জোর দিয়েছেন। সম্পদ মুদ্রাকরণ পরিকল্পনা ২০২৫ – ২০৩০-এর কথা বলেছেন তিনি। অর্থমন্ত্রী আজ সংসদে আগামী অর্থবর্ষের বাজেট পেশ করেন।
শ্রীমতী সীতারমন বলেছেন যে পরিকাঠামো সম্পর্কিত প্রতিটি মন্ত্রক ৩ বছরব্যাপী প্রকল্প রূপায়ন কর্মসূচি হাতে নেবে। রাজ্যগুলিকে এবাবদ ভারত পরিকাঠামো বিকাশ তহবিলের সুবিধা দেওয়া হবে।
মূলধনী ব্যয় এবং সংস্কারের ক্ষেত্রে রাজ্যগুলিকে উৎসাহ দিতে ৫০ বছর মেয়াদী সুদ মুক্ত ঋণ পরিকল্পনা বাবদ ১.৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করার কথা বলেছেন অর্থমন্ত্রী।
দ্বিতীয় সম্পদ মুদ্রাকরণ পরিকল্পনা ২০২৫-৩০-এর মাধ্যমে নতুন প্রকল্প রূপায়নে মূলধনী সংস্থানের ১০ লক্ষ কোটি টাকা পাওয়া যাবে বলে সরকার আশাবাদী।
খনি ক্ষেত্রে ব্যাপক সংস্কারের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। জানিয়েছেন পিএম গতি শক্তি পোর্টালে প্রবেশ করে বেসরকারি সংস্থাগুলি প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করতে পারবে। এর ফলে সরকারি - বেসরকারি অংশীদারিত্বে গতি আসবে। আরও ১২টি খনিজ আমদানির ক্ষেত্রে শুল্ক ছাড়ের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।
SC/AC/AS
(Release ID: 2098656)
Visitor Counter : 14