তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

মহাকুম্ভ ২০২৫ : মৌনি অমাবস্যায় তীর্থযাত্রীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের লক্ষ্যে মেলা কর্তৃপক্ষ ও পুলিশের বিশেষ ব্যবস্থা

प्रविष्टि तिथि: 28 JAN 2025 6:32PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ জানুয়ারি, ২০২৫

 


মৌনি অমাবস্যার পুণ্যতিথিতে প্রয়াগরাজের মহাকুম্ভে লক্ষ লক্ষ তীর্যযাত্রীর সমাগম ঘটেছে। তাঁদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য সুনিশ্চিত করতে মেলা কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতির মোকাবিলায় মেলা পুলিশ, ট্রাফিক পুলিশ এবং চিকিৎসকদের দল ২৪ ঘণ্টা মেলা প্রাঙ্গণে রয়েছে।

মহাকুম্ভ নগরের সিনিয়র পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী জানিয়েছেন, মৌনি অমাবস্যায় দ্বিতীয় অমৃত স্নানের জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। তীর্থযাত্রীদের সতর্ক থাকতে এবং কোনোরকম গুজবে কান না দিতে অনুরোধ করেছে প্রশাসন। শৃঙ্খলা বজায় রাখতে তাঁদের পুলিশের সঙ্গে সহযোগিতা করতে এবং যেকোনো সমস্যার ক্ষেত্রে পুলিশের সাহায্য নিতে বলা হয়েছে। 

ভিড় সামাল দেওয়ার ব্যবস্থা :

কী করবেন :
•    সঙ্গম ঘাটে যেতে নির্দিষ্ট পথ ব্যবহার করুন।
•    গঙ্গা স্নানে যাওয়ার সময়ে নিজের নির্দিষ্ট পথে চলুন।
•    স্নান এবং দর্শনের পর সোজাসুজি পার্কিং এরিয়ায় চলে যান।
•    মন্দির দর্শনের সময়ে নিজের নির্দিষ্ট পথে ধীরে ধীরে এগিয়ে চলুন।
•    কোনোরকম প্রয়োজন হলে পুলিশের সাহায্য নিন।
•    অসুস্থবোধ করলে কাছের হাসপাতালে গিয়ে চিকিৎসা করান।
•    ব্যারিকেড এবং পন্টুন ব্রিজে শান্ত থাকুন, হুড়োহুড়ি করবেন না।
•    কাগজ, পাট অথবা পরিবেশবান্ধব বাসনপত্র ও মাটির ভাঁড় ব্যবহার করুন।
•    সব ঘাটই সঙ্গমের অংশ, আপনার কাছের যে কোনো ঘাটে স্নান করুন।

কী করবেন না :
•    অনেকে মিলে কোনো একটি জায়গায় জড়ো হবেন না।
•    কোনো জায়গায় পৌঁছবার সময়ে বা সেখান থেকে চলে আসার সময়ে মুখোমুখি ভিড় এড়িয়ে চলুন।
•    কোনোরকম গুজবে কান দেবেন না।
•    সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না।
•    মন্দির দর্শনের সময়ে হুড়োহুড়ি করবেন না।
•    পথে যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়বেন না।
•    ব্যবস্থাপনা ও পরিষেবা নিয়ে বিভ্রান্তিকর কথায় কান দেবেন না।
•    বিভ্রান্তিকর খবর ছড়াবেন না।
•    পবিত্র স্নানের জন্য হুড়োহুড়ি করবেন না।
•    প্লাস্টিকের ব্যাগ ও বাসনপত্র ব্যবহার করবেন না।


SC/SD/SKD


(रिलीज़ आईडी: 2097277) आगंतुक पटल : 65
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Punjabi , Gujarati , Odia , Tamil , Kannada , Malayalam