স্বরাষ্ট্র মন্ত্রক
প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ উপলক্ষ্যে পবিত্র স্নান করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী শ্রী অমিত শাহ
प्रविष्टि तिथि:
27 JAN 2025 6:48PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ জানুয়ারি ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী শ্রী অমিত শাহ আজ প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্থান করেছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় শ্রী শাহ বলেছেন, পবিত্র ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ সামাজিক সম্প্রীতির প্রতীক। পূজনীয় সন্ন্যাসীদের উপস্থিতিতে স্থান করার সুযোগ পেয়ে তিনি আপ্লুত ও আবেগতাড়িত। মা গঙ্গা , মা যমুনা ও মা সরস্বতীর কাছে তিনি সকলের জন্য মঙ্গল কামনা করেছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী বলেছেন, মহাকুম্ভ প্রত্যেকের মধ্যে ঐক্য ও সনাতন ঐতিহ্য সম্পর্কে সঞ্চারিত করে। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গম তীরে তিনি পুজোপাঠে অংশ নেন। ‘মহাকুম্ভ’ আবহমান সনাতন সংস্কৃতির অনন্য এক প্রতীক। সনাতন ধর্মের এই বিপুল সমাবেশ শুধু তীর্থযাত্রার মধ্যেই আবদ্ধ নয়, সারা বিশ্বের কাছে সাম্য ও সম্প্রীতির বার্তাও পৌঁছে দেয়। এর মাধ্যমে দেশের বৈচিত্র্য ও ঐতিহ্যের প্রতি আস্থার প্রতিফলন ঘটে।
SC/CB/AS
(रिलीज़ आईडी: 2096934)
आगंतुक पटल : 47