প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ১৭ জানুয়ারি ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এর উদ্বোধন করবেন
Posted On:
16 JAN 2025 4:35PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ জানুয়ারি , ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মণ্ডপমে ১৭ জানুয়ারি ভারতের বৃহত্তম পরিবহণ মেলা, ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এর উদ্বোধন করবেন।
নতুন দিল্লির ভারত মণ্ডপম ও যশোভূমি এবং গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো সেন্টার অ্যান্ড মার্ট- এই তিনটি স্থানে ১৭-২২ জানুয়ারি এই মেলার আয়োজন করা হয়েছে। এখানে ৯টিরও বেশি প্রদর্শনী এবং ২০টিরও বেশি সম্মেলন হবে। শিল্প মহল ও আঞ্চলিক স্তরের মধ্যে সমন্বয় বাড়াতে পরিবহণ ক্ষেত্রের নীতি ও উদ্যোগগুলিকে নিয়ে বিভিন্ন অধিবেশনের আয়োজন করা হয়েছে।
ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এর লক্ষ্য হল, সমগ্র পরিবহণ মূল্য শৃঙ্খলকে এক ছাতার তলায় আনা। এই বছরের মেলায় পরিবহণ ক্ষেত্রের বিশ্বব্যাপী তাৎপর্যের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। সারা বিশ্ব থেকেই প্রদর্শক ও দর্শনার্থীরা মেলায় যোগ দিচ্ছেন। শিল্প মহলের নেতৃত্বে সরকারের সহযোগিতায় এই উদ্যোগের সমন্বয়কারী হিসেবে রয়েছে ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অফ ইন্ডিয়া, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন বণিক সংগঠন ও অংশীদার সংস্থা।
SC/SD/NS
(Release ID: 2093511)
Visitor Counter : 11
Read this release in:
Odia
,
Tamil
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam