রেলমন্ত্রক
তীর্থযাত্রীরা যাতে সহজে প্রয়াগরাজে পৌঁছতে পারেন সেজন্য মহাকুম্ভের তৃতীয় দিনে ভারতীয় রেল ১৩৭টি কুম্ভ স্পেশাল ট্রেন চালাচ্ছে
Posted On:
15 JAN 2025 7:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি , ২০২৫
তীর্থযাত্রীদের মহাকুম্ভে পৌঁছতে যাতে কোনো অসুবিধা না হয়, তা সুনিশ্চিত করতে ভারতীয় রেল অঙ্গীকারবদ্ধ। এজন্য আজ দেশজুড়ে ৩৪৯টি নিয়মিত ট্রেনের পাশাপাশি প্রয়াগরাজ অভিমুখে ১৩৭টি অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে। মহাকুম্ভের প্রথম ২ দিনে প্রয়াগরাজ স্টেশনে মোট যাত্রীর সংখ্যা ১৫,৬০,০০০ ছাড়িয়ে গেছে। কুম্ভে আগত তীর্থযাত্রীরা যাতে আশপাশের চিত্রকূট, অযোধ্যা এবং বারাণসীর মতো মন্দির শহরগুলিতেও যেতে পারেন তারও ব্যবস্থা করা হচ্ছে।
তীর্থযাত্রীদের সুবিধায় ৪৬ দিনের মহাকুম্ভে ভারতীয় রেল ১৩,১০০টিরও বেশি ট্রেন চালাবার কথা ভেবেছে। এরমধ্যে ১০,০০০-এর বেশি নিয়মিত ট্রেন এবং ৩,১০০-রও বেশি স্পেশাল ট্রেন রয়েছে। গত কুম্ভের তুলনায় এবারে সাড়ে ৪ গুণ বেশি স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। এরমধ্যে ১,৮০০টি ট্রেন অল্প দূরত্বের এবং ৭০০টি ট্রেন দূরপাল্লার। প্রয়াগরাজকে সংযুক্ত করা রিং-রেলের ৪টি রুটে ৫৬০টি ট্রেন চালানো হচ্ছে।
মহাকুম্ভের দ্বিতীয় দিনে শুধু দেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাড়ে ৩ কোটিরও বেশি ভক্ত মেলা প্রাঙ্গনে গেছেন। এই ভিড়কে সামাল দিতে রেলের বিভিন্ন ডিভিশনে আরও বেশি করে স্পেশাল ট্রেন চালানো হয়েছে। আগামীদিনে ভুপাল ডিভিশনের বিভিন্ন স্টেশন থেকে প্রয়াগরাজের উদ্দেশে ১৫ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে।
তীর্থযাত্রীদের সুবিধার জন্য রেল মহাকুম্ভের আশপাশে ৯টি রেল স্টেশনকে নতুন সাজে সাজিয়ে তুলেছে। প্রয়াগরাজ, ফাফামৌ, রামবাগ এবং ঝাঁসি স্টেশনে যাতে আরও বেশি ট্রেন যাতায়াত করতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। সুবেদারগঞ্জ স্টেশনকে প্রয়াগরাজের স্যাটেলাইট স্টেশন হিসেবে গড়ে তোলা হয়েছে। এই এলাকার বিভিন্ন স্টেশনে অতিরিক্ত প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়েছে।
যাত্রীদের থাকার জন্যও রেল পর্যাপ্ত ব্যবস্থা করেছে। গড়ে তোলা হয়েছে ১৭টি নতুন যাত্রী আশ্রয়। ফলে এর মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৮। এই যাত্রী আশ্রয়গুলিতে ১,১০,০০০ যাত্রী অপেক্ষা করতে পারবেন। বিপুল ভিড় সামাল দিতে যাত্রী আবাসগুলিতে কালার কোডের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে যাত্রীদের ভিড়কে নির্দিষ্ট পথে চালিত করা সম্ভব হবে।
রেল স্টেশনগুলিতে অতিরিক্ত শৌচাগার নির্মাণ করা হয়েছে। খাবার ও জলের ব্যবস্থাও করা হয়েছে। সবকটি প্রতীক্ষালয় ও লাউঞ্জের মানোন্নয়ন ঘটানো হয়েছে। এই প্রথম প্রয়াগরাজ জংশন এবং প্রয়াগরাজ চৌকিতে যাত্রী সুবিধা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখান থেকে যাত্রীরা হুইল চেয়ার, লাগেজ ট্রলি, হোটেল ও ট্যাক্সি বুকিং, ওষুধপত্র, শিশুদের দুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাবেন।
প্রয়াগরাজের কাছাকাছি রেল স্টেশনগুলিতে ৩,২০০ আরপিএফ জওয়ান সহ ৫,৯০০ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে ৭৬৪টি সিসিটিভি ক্যামেরা। মোট সিসিটিভি ক্যামেরার সংখ্যা এখন ১,১৮৬। দুষ্কৃতীদের চিহ্নিত করতে এর মধ্যে ১১৬টি ফেস রেকগনিশন ক্যামেরা রয়েছে। এই প্রথম রেলের লাইন এবং যাত্রীদের ওপর নজরদারিতে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।
SC/SD/NS…
(Release ID: 2093345)
Visitor Counter : 51