প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

জাতীয় হরিদ্রা পরিষদের গঠন অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ : প্রধানমন্ত্রী

Posted On: 14 JAN 2025 4:51PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় হরিদ্রা পরিষদের গঠনকে স্বাগত জানিয়ে বলেছেন, এর ফলে হলুদ উৎপাদনের ক্ষেত্রে উদ্ভাবনা ও মূল্য সংযোগের প্রসার ঘটবে ও আন্তর্জাতিক বাজারে তার বিপণনেও গতি আসবে। এর ফলে, কৃষক এবং উপভোক্তা উভয়েই উপকৃত হবেন।

এক্স মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের একটি পোস্টের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী এই বার্তা দিয়েছেন। 

 

SC/AC/DM.


(Release ID: 2092832) Visitor Counter : 20