সংস্কৃতিমন্ত্রক
মহাকুম্ভ ২০২৫-এর সূচনা
Posted On:
13 JAN 2025 8:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ জানুয়ারি, ২০২৫
১৩ জানুয়ারি, ২০২৫-এ প্রয়াগরাজে ৪৫ দিনের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক উদযাপন মহাকুম্ভ ২০২৫-এর সূচনা হয়। ১৪৪ বছরের মধ্যে মাত্র একবারই এই ধরনের কুম্ভের সাক্ষী হওয়ার সুযোগ মেলে। দেশ-বিদেশের হাজার হাজার পুণ্যার্থী এই উপলক্ষে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে পুণ্যস্নান করেন।
প্রথম দিনে পুণ্যস্নানে অংশ নেন দেড় কোটিরও বেশি পুণ্যার্থী। স্নান পর্ব শুরু হওয়ার দু’দিন আগে থেকেই পুণ্যার্থীরা রেকর্ড সংখ্যায় প্রয়াগরাজে ভিড় করেন। এবারের মহাকুম্ভ উপলক্ষে সরকারের পক্ষ থেকে ব্যাপক সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। মকর সংক্রান্তিতে স্নানের জন্য দেশের নানা প্রান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় জমাচ্ছেন। ১৪ জানুয়ারি সকাল ৯টা ৩ মিনিট থেকে সকাল ১০টা ৫০ মিনিটের মধ্যে মহাপুণ্যকাল উদযাপন করা হবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মকর সংক্রান্তিতে গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। জাপান, স্পেন, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অসংখ্য পুণ্যার্থী ও পর্যটক এবারের কুম্ভমেলায় এসেছেন।
একসঙ্গে যাতে ২ লক্ষ পুণ্যার্থী স্নান করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলেছে উত্তর প্রদেশ সরকার। ত্রিবেণী সঙ্গমে ২ হেক্টর এলাকা জুড়ে পুণ্যস্নানের ব্যবস্থা করা হয়েছে।
মহাকুম্ভের অবিচ্ছেদ্য পরম্পরা কল্পবাসের সূচনা হয় ১৩ জানুয়ারি। এটি চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই পর্বে একমাস ধরে পুণ্যার্থীদের কঠোর ধর্মীয় আচরণবিধি মেনে চলতে হয়। এই উপলক্ষে প্রয়াগরাজ মেলা কর্তৃপক্ষ ১.৬ লক্ষ তাঁবুর ব্যবস্থা করেছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবারের মহাকুম্ভকে ভারতের বৈচিত্র্যের মধ্যে গর্বের প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন।
SC/MP/SB
(Release ID: 2092741)
Visitor Counter : 9