সংস্কৃতিমন্ত্রক
মহাকুম্ভ ২০২৫-এ আরোগ্যলাভ
Posted On:
08 JAN 2025 5:03PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ জানুয়ারি , ২০২৫
প্রয়াগরাজে এখন ভিড় জমিয়েছেন শত শত পুণ্যার্থী। মধ্যপ্রদেশ থেকে সেখানে এসেছেন ৫৫ বছরের পুণ্যার্থী রামেশ্বর। বুকে ব্যথা অনুভব করায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল মহাকুম্ভ নগরের কেন্দ্রীয় হাসপাতালে। অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার সাহায্যে তাঁকে দ্রুত সুস্থ করে তোলা হয়।
এবারের মহাকুম্ভে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক চিকিৎসা পরিকাঠামো। এখানকার নেত্র কুম্ভ (চক্ষু মেলা)-এ দৈনিক ১০,০০০ মানুষের চক্ষু পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া খোলা হয়েছে চক্ষুদান শিবির। প্যারেড গ্রাউন্ডে সেন্ট্রাল হাসপাতালে ১০০টি শয্যা রয়েছে। এ পর্যন্ত এই হাসপাতালে ১০,০০০-এর বেশি রোগীর চিকিৎসা হয়েছে।
ট্রেন যাত্রীদের জন্য জরুরি চিকিৎসার ব্যবস্থা করেছে রেল মন্ত্রক। এখানে গড়ে তোলা হয়েছে মেডিক্যাল পর্যবেক্ষণ রুম। মহাকুম্ভে স্বাস্থ্য পরিষেবার কাজ সামাল দিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৪০ জন চিকিৎসকের একটি দল। চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে মহাকুম্ভ ২০২৫ এক নতুন নজির গড়তে চলেছে।
SC/MP/NS
(Release ID: 2091377)
Visitor Counter : 7