প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

৬০ দিনের স্থিতিশীলতা কর্মসূচির আওতায় মানসিক স্বাস্থ্য বিষয়ে কর্মশালার আয়োজন করল ভারতীয় নৌ-সেনা

प्रविष्टि तिथि: 08 JAN 2025 11:58AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৮ জানুয়ারি, ২০২৫ 

 

নতুন দিল্লির ডিআরডিও ভবনে ডঃ ডি এস কোঠারি প্রেক্ষাগৃহে ৭ জানয়ারি, ২০২৫ তারিখে ভারতীয় নৌ-সেনা ‘আত্মপরিবর্তন ও অন্তর্মুখী জাগরণ’ বিষয়ক একটি কর্মশালার আয়োজন করে। মূল বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আধ্যাত্মিক শিক্ষক সিস্টার বি কে শিবানী। নৌ-সেনা কর্মীদের মনোবল বাড়ানোর এই আলোচনাচক্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ অফ মেটেরিয়াল ভাইস অ্যাডমিরাল কিরণ দেশমুখ। 
সূচনায় দু’ঘন্টার প্রারম্ভিক অধিবেশনে স্বাগত ভাষণ দেন সিস্টার বি কে শিবানী। মানসিক শক্তি বাড়ানো এবং সুস্থিতির বিষয়ে সিস্টার শিবানীর গভীর ও তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা শ্রোতাদের সমৃদ্ধ করে। 
সমাপ্তি ভাষণে চিফ অফ মেটেরিয়াল এই উদ্যোগের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন। 
এই কর্মশালা নৌ-সেনার ৬০ দিনব্যাপী স্থিতিশীলতা কর্মসূচির অঙ্গ। এর সাফল্য সামগ্রিক কল্যাণ এবং কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির বিষয়ে নৌ-সেনার অগ্রাধিকারকে তুলে ধরে। অনুষ্ঠানটি ভারতীয় নৌ-সেনার ইউটিউব চ্যানেলে লাইভ দেখানো হয়। 

 

SC/AC/SB


(रिलीज़ आईडी: 2091134) आगंतुक पटल : 59
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Tamil , Telugu , English , Urdu , हिन्दी , Gujarati