প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী সকাশে দাবা চ্যাম্পিয়ন কোনেরু হাম্পি

प्रविष्टि तिथि: 03 JAN 2025 8:42PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩ জানুয়ারি ২০২৫

 

দাবা চ্যাম্পিয়ন কোনেরু হাম্পি আজ সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ভারতকে বিশেষ গর্ব ও সম্মান এনে দেওয়ার জন্য শ্রী মোদী তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, কোনেরু হাম্পির তীক্ষ্ণ মেধা ও স্থির সংকল্প তাঁর খেলার মধ্যে ফুটে উঠেছিল। 

সমাজ মাধ্যমে কোনেরু হাম্পির তুলে ধরা এক বার্তার উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন:

"কোনেরু হাম্পি এবং তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎকারে মিলিত হয়ে আমি আনন্দিত। ক্রীড়া জগতের এক উজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে আগামীদিনের ভাবী খেলোয়াড়দের কাছেও তিনি অনুপ্রেরণার এক উৎস হয়ে থাকবেন। তাঁর প্রখর বুদ্ধি এবং অবিচল সংকল্প সুস্পষ্টভাবে ফুটে উঠেছিল তাঁর ক্রীড়া নৈপুণ্যের মধ্যে। ভারতকে তিনি শুধু বিশেষ গর্বের আসনেই প্রতিষ্ঠিত করেননি, একই সঙ্গে উৎকর্ষের এক নতুন সংজ্ঞা তিনি নির্ধারণ করে দিয়েছেন।" 


SC/SKD/AS


(रिलीज़ आईडी: 2090270) आगंतुक पटल : 36
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam