শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশজুড়ে সমস্ত আঞ্চলিক অফিসে কেন্দ্রীয় পেনশন প্রদান ব্যবস্থা পুরোপুরি চালু হয়েছে

Posted On: 03 JAN 2025 4:34PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৩ জানুয়ারি, ২০২৫

 

কর্মচারী পেনশন প্রকল্প ১৯৯৫-এর আওতায় যুগান্তকারী এক পদক্ষেপ হিসেবে পেনশন পরিষেবার প্রসার ঘটাতে ইপিএফও ডিসেম্বর ২০২৪-এ নতুন কেন্দ্রীয় পেনশন প্রদান ব্যবস্থা পূর্ণ মাত্রায় চালু করেছে। ৬৮ লক্ষেরও বেশি পেনশনভোগীকে ইপিএফও-র ১২২টি পেনশন প্রদান আঞ্চলিক অফিসের সবকটি থেকে প্রায় ১,৫৭০ কোটি টাকা পেনশন প্রদান করা হয়েছে।

অক্টোবর ২০২৪-এ কেন্দ্রীয় পেনশন প্রদান ব্যবস্থা প্রথম সাফল্যের সঙ্গে দেওয়ার কাজ শুরু হয় কার্নাল, জম্মু ও শ্রীনগরের আঞ্চলিক অফিস থেকে। 

এখন দেশের সবকটি আঞ্চলিক অফিস থেকে পেনশন প্রদান সাফল্যের সঙ্গে চালু করার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। তিনি একে এক ঐতিহাসিক পদক্ষেপ আখ্যা দেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই রূপান্তরমূলক উদ্যোগে পেনশনভোগীরা দেশের যে কোনো ব্যাঙ্কের যে কোনো শাখা থেকে সহজেই পেনশন তুলতে পারবেন। এতে পেনশন বন্টন ব্যবস্থা সরলীকরণ সম্ভব হয়েছে। ব্যক্তিগতভাবে হাজির থেকে পেনশন তোলার বাধা দূর করাও সম্ভব হয়েছে। ইপিএফও পরিষেবায় আধুনিকীকরণের স্বার্থে প্রযুক্তিবান্ধব এই ব্যবস্থায় স্বাচ্ছন্দ্য বাড়বে, পরিষেবায় স্বচ্ছতা আসবে, যা পেনশনভোগীদের পেনশন তোলার ক্ষেত্রে সবরকম বাধা দূর করবে।

নতুন এই ব্যবস্থার ফলে পেনশন প্রাপকরা এক জায়গা থেকে অন্যত্র গেলেও অথবা তাঁদের ব্যাঙ্কের শাখা পরিবর্তন করলেও পিপিও ট্রান্সফারের প্রয়োজন ব্যাতিরেকে দেশজুড়ে পেনশন প্রদানের কাজকে তা সুনিশ্চিত করবে। ২০২৫-এর জানুয়ারি থেকে পূর্ণমাত্রায় এই পরিষেবা পাওয়া যাবে। পেনশনভোগীদের কাছে নিঃসন্দেহে এটা এক বড় স্বস্তির কারণ, কেননা অবসর গ্রহণের পরে পেনশনভোগীদের অনেকেই বাসস্থানের জায়গা পরিবর্তন করে থাকেন। নতুন সিপিপিএস ব্যবস্থার মাধ্যমে পেনশন প্রাপকদের পেনশন পাওয়ায় যাবতীয় বাধা দূর করা সম্ভব হবে।

 

SC/AB/SKD


(Release ID: 2090066) Visitor Counter : 13