প্রতিরক্ষামন্ত্রক
সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ এবং বিটিং রিট্রিট-এর জন্য টিকিট বিক্রি শুরু হবে ২০২৫-এর ২ জানুয়ারি থেকে
Posted On:
01 JAN 2025 12:20PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ জানুয়ারি, ২০২৫
সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ এবং বিটিং রিট্রিট-এর জন্য টিকিট বিক্রি শুরু হবে ২০২৫-এর ২ জানুয়ারি থেকে। টিকিটের দামের বিস্তারিত তথ্য নীচে দেওয়া হয়েছেঃ
ক্রমিক সংখ্যা
|
অনুষ্ঠান
|
টিকিটের মূল্য
|
সময়
|
১.
|
সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ
(২৬.০১.২০২৫)
|
১০০ টাকা এবং ২০ টাকা
|
২ জানুয়ারি ২০২৫-১১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত সকাল ৯টা থেকে ওই দিনের বরাদ্দকৃত আসন শেষ না হওয়া পর্যন্ত টিকিট পাওয়া যাবে
|
২.
|
বিটিং রিট্রিট
(পূর্ণ মহড়া অর্থাৎ ২৮.০১.২০২৫)
|
২০ টাকা
|
৩.
|
বিটিং রিট্রিট
(২৯.০১.২০২৫)
|
১০০ টাকা
|
টিকিট সরাসরি কেনা যাবে নিম্নলিখিত পোর্টাল/প্ল্যাটফর্ম থেকে
ক) aamantran.mod.gov.in
খ) ‘আমন্ত্রণ’ মোবাইল অ্যাপ। এটি মোবাইল সেবা অ্যাপস্টোর/ নীচে দেওয়া কিউআর কোড থেকে ডাউনলোড করা যেতে পারে:
নিম্নলিখিত ৫টি স্থান থেকে বুথ/কাউন্টারের মাধ্যমে আসল পরিচয়পত্রের (আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট এবং কেন্দ্র/রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র ইত্যাদি, যেটি সাধারণতন্ত্র দিবস/বিটিং রিট্রিট মহড়া দেখার সময় সঙ্গে করে নিয়ে যেতে হবে) সাহায্যে টিকিট কেনা যেতে পারে।
ক্রমিক সংখ্যা
|
টিকিট কাউন্টারের স্থান
|
তারিখ ও সময়
|
১.
|
সেনা ভবন (গেট নম্বর ২)
|
২ জানুয়ারি ২০২৫-১১ জানুয়ারি ২০২৫।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
দুপুর ২টো থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত।
|
২.
|
শাস্ত্রী ভবন (৩ নম্বর গেটের কাছে)
|
৩.
|
যন্তর মন্তর (প্রধান গেটের কাছে)
|
৪.
|
প্রগতি ময়দান (গেট নম্বর ১)
|
৫.
|
রাজীব চক মেট্রো স্টেশন (গেট নম্বর ৭ ও ৮)
|
২০২৫-এর সাধারণতন্ত্র দিবস উদযাপন সংক্রান্ত তথ্য জানতে rashtraparv.mod.gov.in/ দেখুন।
SC/ SS /AG
(Release ID: 2089318)
Visitor Counter : 39