প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ এবং বিটিং রিট্রিট-এর জন্য টিকিট বিক্রি শুরু হবে ২০২৫-এর ২ জানুয়ারি থেকে

Posted On: 01 JAN 2025 12:20PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১ জানুয়ারি, ২০২৫

 

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ এবং বিটিং রিট্রিট-এর জন্য টিকিট বিক্রি শুরু হবে ২০২৫-এর ২ জানুয়ারি থেকে। টিকিটের দামের বিস্তারিত তথ্য নীচে দেওয়া হয়েছেঃ               

 

ক্রমিক সংখ্যা

     অনুষ্ঠান

    টিকিটের মূল্য

    সময়

১.

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ

(২৬.০১.২০২৫)

১০০ টাকা এবং ২০ টাকা

২ জানুয়ারি ২০২৫-১১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত সকাল ৯টা থেকে ওই দিনের বরাদ্দকৃত আসন শেষ না হওয়া পর্যন্ত টিকিট পাওয়া যাবে   

২.

বিটিং রিট্রিট

(পূর্ণ মহড়া অর্থাৎ ২৮.০১.২০২৫)

২০ টাকা

৩.

বিটিং রিট্রিট

(২৯.০১.২০২৫)

১০০ টাকা

 

টিকিট সরাসরি কেনা যাবে নিম্নলিখিত পোর্টাল/প্ল্যাটফর্ম থেকে

ক) aamantran.mod.gov.in

 

  খ) ‘আমন্ত্রণ’ মোবাইল অ্যাপ। এটি মোবাইল সেবা অ্যাপস্টোর/ নীচে দেওয়া কিউআর কোড থেকে  ডাউনলোড করা যেতে পারে:

 

  

নিম্নলিখিত ৫টি স্থান থেকে বুথ/কাউন্টারের মাধ্যমে আসল পরিচয়পত্রের (আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট এবং কেন্দ্র/রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র ইত্যাদি, যেটি সাধারণতন্ত্র দিবস/বিটিং রিট্রিট মহড়া দেখার সময় সঙ্গে করে নিয়ে যেতে হবে) সাহায্যে টিকিট কেনা যেতে পারে।   

 

ক্রমিক সংখ্যা

  টিকিট কাউন্টারের স্থান

 তারিখ ও সময়

১.

সেনা ভবন (গেট নম্বর ২)

২ জানুয়ারি ২০২৫-১১ জানুয়ারি ২০২৫।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

দুপুর ২টো থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত।

২.

শাস্ত্রী ভবন (৩ নম্বর গেটের কাছে)

৩.

যন্তর মন্তর (প্রধান গেটের কাছে)

৪.

প্রগতি ময়দান (গেট নম্বর ১)

৫.

রাজীব চক মেট্রো স্টেশন (গেট নম্বর ৭ ও ৮)

 

২০২৫-এর সাধারণতন্ত্র দিবস উদযাপন সংক্রান্ত তথ্য জানতে rashtraparv.mod.gov.in/ দেখুন।

 

SC/ SS /AG


(Release ID: 2089318) Visitor Counter : 39