রাষ্ট্রপতিরসচিবালয়
জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত মানবাধিকার দিবস উদযাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি
Posted On:
10 DEC 2024 1:37PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ ডিসেম্বর, ২০২৪
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত মানবাধিকার দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেন এবং ভাষণও দেন।
তাঁর ভাষণে রাষ্ট্রপতি বলেন, ৫ হাজার বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত ভারতের সংস্কৃতি সহানুভূতি, দয়া এবং মানুষের পারস্পরিক যোগসূত্রকে তুলে ধরে আসছে। এইসব মূল্যবোধের উপর ভিত্তি করে জাতীয় মানবাধিকার কমিশনের মতো সংস্থাগুলি সব মানুষের অধিকার রক্ষায় কাজ করে চলেছে। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং নীতি পরিবর্তনের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালনের জন্য তিনি জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)-এর প্রশংসা করেন।
রাষ্ট্রপতি বলেন, আমরা যত এগোচ্ছি, সাইবার অপরাধ এবং জলবায়ু পরিবর্তনের মতো বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। সুরক্ষিত, নিরাপদ ও ডিজিটাল পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এইসব চ্যালেঞ্জ বাধা হয়ে দাঁড়াচ্ছে। রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আমাদের দৈনন্দিন জীবনে সঙ্গী হয়ে উঠেছে এবং বহু সমস্যার সমাধান করছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন আন্তর্জাতিক স্তরে মানবাধিকারের ভাবনাচিন্তাকে পুনর্মূল্যায়ন করতে বাধ্য করেছে। বিভিন্ন অঞ্চলের দূষণকারীরা মানুষের জীবনকে প্রভাবিত করছে।
শ্রীমতী মুর্মু বলেন, সাম্প্রতিক বছরগুলিতে মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে, বিশেষত শিশু এবং তরুণদের ক্ষেত্রে। শিশু এবং তরুণদের উপর চাপ কমাতে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট সবপক্ষের কাছে আবেদন জানান। রাষ্ট্রপতি বলেন, মানবাধিকার দিবসে ন্যায়, সমতা ও মর্যাদার প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকার পুনরায় তুলে ধরা উচিৎ। এই সময়ের চ্যালেঞ্জের মোকাবিলায় আমাদের অবশ্যই প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকারকে তুলে ধরতে হবে। তাঁর মতে, ধারাবাহিক প্রয়াস ও সংহতির মাধ্যমে আমরা প্রত্যেক মানুষের জন্য উপযুক্ত ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।
রাষ্ট্রপতির সম্পূর্ণ ভাষণটি পড়তে এই লিঙ্কে ক্লিক করুন - https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/dec/doc20241210468001.pdf
PG/MP/SB
(Release ID: 2083047)
Visitor Counter : 4