স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

যক্ষ্মা প্রতিরোধে ৭ ডিসেম্বর, ৩৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৪৭টি জেলায় ১০০ দিনের নিবিড় প্রচারাভিযানের সুচনা করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী জেপি নাড্ডা

Posted On: 06 DEC 2024 10:20AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৬ ডিসেম্বর, ২০২৪


ভারতকে সম্পূর্ণভাবে যক্ষ্মামুক্ত করতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে যৌথভাবে ১০০ দিনের নিবিড় প্রচারাভিযান শুরু করছে। হরিয়ানার পঞ্চকুল্লায় ৭ ডিসেম্বর, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী জেপি নাড্ডা এর সূচনা করবেন। অনুষ্ঠানমঞ্চে থাকবেন হরিয়ানার মুখ্যমন্ত্রী শ্রী নবাব সিং সাইনি প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রকের জাতীয় যক্ষ্মা নির্মূলীকরণ কর্মসূচির আওতায় এই প্রচারাভিযানে রোগীদের সনাক্তকরণের কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়টি অগ্রাধিকার পাবে। যক্ষ্মায় মৃত্যুর ঘটনা রুখতে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১০০ দিনের এই কর্মসূচিতে ৩৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৪৭টি জেলায় রোগীদের উপযুক্ত চিকিৎসায় জোর দেওয়া হবে। যক্ষ্মা নির্মূলীকরণের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য দূর করাও এখানে অন্যতম লক্ষ্য। ২০১৮-য় দিল্লিতে যক্ষ্মা নির্মূলীকরণ সম্মেলনে টিবি-মুক্ত ভারত গড়ে তোলার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর থেকে এই রোগের প্রতিরোধে কাজ চলছে দ্রুত গতিতে। গৃহীত হয়েছে নি-ক্ষয় পোষণ যোজনার মতো কর্মসূচি।

কর্মসূচিটির মূল বৈশিষ্ট্যগুলি হলো দ্রুত রোগ সনাক্তকরণ, যেসব জনগোষ্ঠীর মধ্যে এই রোগের প্রাদুর্ভাব বেশি তাদের দিকে বিশেষ দৃষ্টি দেওয়া এবং পুষ্টিগত সহায়তা। এই কাজে সারা দেশে ছড়িয়ে থাকা আয়ুষ্মান আরোগ্য মন্দিরগুলি বিশেষ ভূমিকা নেবে।

 

PG/AC/SKD


(Release ID: 2081495) Visitor Counter : 23