মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

প্যান ২.০ প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 25 NOV 2024 8:47PM by PIB Kolkata

নতুন দিল্লি ২৫ নভেম্বর ২০২৪


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি আয়কর দফতরের প্যান(PAN) ২.০ প্রকল্পে ছাড়পত্র দিয়েছে।
এজন্য খরচ হবে ১,৪৩৫ কোটি টাকা। 
এই প্রকল্প করদাতাদের নিবন্ধন পরিষেবায় প্রযুক্তিচালিত পরিবর্তন নিয়ে আসবে এবং এর অনেক সুবিধা রয়েছে।
১) লভ্যতা, দ্রুত ও উন্নত পরিষেবা নিশ্চিত হওয়া
২) প্রকৃত তথ্য এবং ধারাবাহিকতার অভিন্ন উৎস তৈরি হওয়া
৩) পরিবেশবান্ধব প্রক্রিয়া এবং ব্যয়সাশ্রয়
৪) নিরাপত্তা এবং সাবলীলতার সঙ্গে পরিকাঠামোর যথাযথ ব্যবহার

এই ই-প্রশাসন প্রকল্প করদাতাদের নিবন্ধন পরিষেবাকে আরও প্রযুক্তিনিবিড় করে তুলবে। বর্তমানের PAN/TAN ১.০ ব্যবস্থাপনাকে আরও উন্নত করে তুলে PAN যাচাই-এর কাজও সহজ করে দেবে।
বিষয়টি সরকারের ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলির কাছে PAN হয়ে উঠবে ডিজিটাল প্রণালীর ক্ষেত্রে যাচাই ও চিহ্নিতকরণের এক অভিন্ন উৎস।
 
PG/AC/CS


(Release ID: 2077434) Visitor Counter : 8