তথ্যওসম্প্রচারমন্ত্রক
ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতীয় সিনেমার চার আইকনের শতবর্ষ পূর্তি উদযাপন করা হবে
রাজ কাপুর, তপন সিনহা, আক্কিনেই নাগেশ্বর রাও এবং মহম্মদ রফির সংরক্ষিত কাজ এই বছর সামনে আসছে
#IFFIWood, ৫ নভেম্বর, ২০২৪
ভারতীয় সিনেমাকে বহুমুখী চিত্তাকর্ষক রূপ দিয়েছেন, এমন চার কিংবদন্তী চলচ্চিত্র ব্যক্তিত্বকে ৫৫-তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই)সম্মান জ্ঞাপন করা হবে। চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা সভা প্রভৃতির মাধ্যমে এই বছর চলচ্চিত্র উৎসবে রাজ কাপুর, তপন সিনহা, আক্কিনেই নাগেশ্বর রাও এবং মহম্মদ রফিকে শ্রদ্ধা জানানো হবে। চলচ্চিত্রের ক্ষেত্রে এদের অবদান সম্পর্কে জানতে পারবেন আগত প্রতিনিধিরা।
চিরকালীন ধ্রুপদী চলচ্চিত্রগুলির সংরক্ষণে এনএফডিসি-এনএফএআই
এই চার কিংবদন্তীকে বিশেষ সম্মান জানাতে এঁদের চিরকালীন ধ্রপদী চলচ্চিত্রগুলি এবারের চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। এগুলি সংরক্ষণ করেছে এনএফডিসি-এনএফএআই। দর্শকরা ভারতীয় সিনেমার সব থেকে বিখ্যাত কয়েকটি নিদর্শন দেখার সুযোগ পাবেন। পুনরুদ্ধার করা এই প্রিন্টগুলিতে তাঁরা সেই জাঁকজমক ও শৈল্পিক অনুভূতির স্বাদ পাবেন।
ডিজিটাল পদ্ধতিতে পুনরুদ্ধার করা রাজ কাপুরের আওয়ারা সিনেমায় দর্শকরা সেই উষ্ণতা, রসিকতা ও সহানুভূতির স্পর্শ পাবেন, যা রাজ কাপুর সাধারণ মানুষের জীবনে এনে দিয়েছিলেন। বিভিন্ন সামাজিক সমস্যাকে তিনি যে রকম গভীরতা ও সংবেদনশীলতার সঙ্গে সিনেমায় তুলে ধরেছিলেন, এই পুনরুদ্ধার তারই উদযাপন।
তপন সিনহার ধ্রুপদী ছবি হারমোনিয়াম এই উৎসবে দেখানো হবে। দর্শকরা তপন সিনহার অননুকরণীয় গল্প বলার দক্ষতার সঙ্গে পরিচিত হবেন। তাঁর শিল্প চেতনা এবং চলচ্চিত্র ভাবনার উজ্জ্বল নিদর্শন হল হারমোনিয়াম।
দেখানো হবে আক্কিনেনি নাগেশ্বর রাওয়ের যুগান্তকারী ছবি দেবদাসু-র পুনরুদ্ধার করা সংস্করণ। দেবদাসকে এই পরিচালক কী গভীরভাবে এঁকেছিলেন, সমকালীন দর্শকদের তিনি কীভাবে ভারতীয় সাংস্কৃতিক সত্তার সঙ্গে একাত্ম করে তুলেছিলেন, তার পরিচয় পাওয়া যাবে এই সিনেমায়।
আর এক ধ্রুপদী ছবি হাম দোনো এই উৎসবে প্রদর্শিত হবে। এর গান মহম্মদ রফির কণ্ঠে চিরকালীন হয়ে রয়েছে। এর মধ্য দিয়ে দর্শক ও শ্রোতারা ভারতীয় সঙ্গীত ও সিনেমা জগতে মহম্মদ রফির অতুলনীয় অবদানের পরিচয় পাবেন।
আইকনদের উদযাপন
পুনরুদ্ধার করা এইসব ধ্রুপদী ছবির প্রদর্শন ছাড়াও উৎসব জুড়ে এই চার কিংবদন্তীর সমৃদ্ধ উত্তরাধিকার উদযাপন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে এঁদের জীবন ও কাজ নিয়ে চোখ ধাঁধানো উপস্থাপনার আয়োজন করা হয়েছে। এর সঙ্গে থাকবে তাঁদের সিনেমার যাত্রা নিয়ে দৃশ্য-শ্রাব্য উপস্থাপনা।
আলোচনাচক্রের আয়োজন
বিশিষ্ট অতিথি এই চার কিংবদন্তীর জীবন ও কাজ আলোচনা করবেন। পরিবারের সদস্যরা তুলে ধরবেন তাঁদের জীবনের নানা অজানা কাহিনী। এতে সিনেমা জগতের ওপর তাঁদের কাজের প্রভাব আরও ভালো করে বোঝা যাবে।
মাই স্ট্যাম্প-এর প্রকাশ
এই চার কিংবদন্তীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের নিদর্শন হিসেবে চলচ্চিত্র উৎসবের এঁদের উৎসর্গ করা মাই স্ট্যাম্প-এর প্রকাশ করা হবে। ভারতীয় সংস্কৃতি ও সিনেমায় এঁদের প্রভাব ধরা থাকবে এই স্ট্যাম্পগুলিতে।
দ্বিভাষিক প্রচারপত্র
এই চার কিংবদন্তীর কাজের বিবরণ ও অর্জিত সাফল্য নিয়ে বিশেষ দ্বিভাষিক প্রচারপত্র প্রকাশ করা হবে।
একগুচ্ছ গান
রাজ কাপুর ও মহম্মদ রফির সঙ্গে জড়িত ১৫০টি গান এবং তপন সিনহা ও এএনআর-এর সঙ্গে ৭৫টি গান প্রকাশ করা হবে। এতে শ্রোতারা ভারতীয় সিনেমার সঙ্গীতের ক্ষেত্রে এঁদের অবদান সম্পর্কে ধারণা করতে পারবেন।
প্রদর্শনী
রাজ কাপুর, তপন সিনহা, এএনআর এবং মহম্মদ রফির ব্যক্তিগত সামগ্রী, ছবি এবং এ সক্রান্ত কারুকৃতি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে।
বিষয়ভিত্তিক কার্যকলাপ
এই ব্যক্তিত্বদের প্রতি উৎসর্গ করা দিনগুলিতে বিষয়ভিত্তিক কার্যকলাপের পরিকল্পনা করা হয়েছে। এঁদের কাজের সঙ্গে দর্শকদের পরিচয় করাতে এবং এই সমৃদ্ধ উত্তরাধিকার সম্পর্কে সচেতন করতে নানা কার্যকলাপ, ডিজিটাল ডিসপ্লে, ক্যুইজ প্রভৃতির আয়োজন করা হয়েছে।
বালু শিল্প
শতবার্ষিকী উদযাপনের অঙ্গ হিসেবে কলা আকাদেমীতে বালু শিল্প প্রদর্শনীর আয়োজন করা হবে। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বিখ্যাত বালু শিল্পী শ্রী সুদর্শন পট্টনায়েক তাঁর শিল্পের মাধ্যমে এই কিংবদন্তীদের শ্রদ্ধা জানাবেন।
দীর্ঘমেয়াদী শ্রদ্ধাঞ্জলি
শিল্প, ইতিহাস এবং পারস্পরিক বিনিময়ের মেলবন্ধন ঘটিয়ে ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এই চার কিংবদন্তীর উত্তরাধিকার ও গভীর প্রভাব সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে ওয়াকিবহাল করে তুলবে।
ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুধু সিনেমা প্রদর্শনের কিংবা চলচ্চিত্র প্রেমীদের সমবেত হওয়ার স্থান নয়। যে কিংবদন্তীরা তাঁদের চিরনবীন সৃষ্টির মাধ্যমে আজও বিশ্বজুড়ে সিনেমার আনন্দ ছড়িয়ে দিচ্ছেন, অনুপ্রেরণা জোগাচ্ছেন, এই উৎসব তাঁদের শ্রদ্ধাজ্ঞাপনেরও এক মাধ্যম।
PG/SD/NS
(Release ID: 2070917)
Visitor Counter : 32
Read this release in:
Punjabi
,
Urdu
,
English
,
Gujarati
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam