প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রতিরক্ষা সচিব পদে দায়িত্বভার নিলেন শ্রী রাজেশ কুমার সিং

Posted On: 01 NOV 2024 11:25AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ নভেম্বর, ২০২৪

 

নতুন দিল্লির সাউথ ব্লকে ১ নভেম্বর, ২০২৪ তারিখে প্রতিরক্ষা সচিব হিসেবে দায়িত্বভার নিয়েছেন শ্রী রাজেশ কুমার সিং। ১৯৮৯ ব্যাচের কেরালা ক্যাডারের এই আইএএস আধিকারিক ২০ আগস্ট, ২০২৪ তারিখে অফিসার অন স্পেশাল ডিউটি (প্রতিরক্ষা সচিব পদ মর্যাদার) হিসেবে দায়িত্বভার নিয়েছিলেন। 

দায়িত্ব গ্রহণের আগে শ্রী রাজেশ কুমার সিং জাতীয় যুদ্ধস্মারকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। তিনি বলেন, মাতৃভূমির প্রতি এইসব বীর যোদ্ধাদের আত্মত্যাগের জন্য দেশবাসী তাঁদের প্রতি চিরঋণী থাকবে।

এর আগে শ্রী রাজেশ কুমার সিং ২০২৩-এর ২৪ এপ্রিল থেকে ২০ আগস্ট, ২০২৪ পর্যন্ত বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীন শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন দপ্তরের সচিব হিসেবে কাজ করেছেন। 

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি। এর মধ্যে রয়েছে – নগরোন্নয়ন মন্ত্রকের নগর পরিবহণের অধিকর্তা, তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব, কৃষি, সমবায় ও কৃষক কল্যাণ দপ্তরের যুগ্ম সচিব প্রভৃতি। কেরালা সরকারের অর্থ সচিব হিসেবেও তিনি কাজ করেছেন। 

শ্রী আর কে সিং ১৯৮৮ ব্যাচের অন্ধ্রপ্রদেশ ক্যাডারের আইএএস আধিকারিক শ্রী গিরিধর আরামানের স্থলাভিষিক্ত হলেন।

 

PG/MP/DM


(Release ID: 2070397) Visitor Counter : 29